কমেডিয়ান কপিল শর্মাকে কে না চেনে। প্রাত্যহিক জীবনের লড়াই ও গ্লানি কে এক তুড়িতে উড়িয়ে সবার মুখে এক চিলতে হাসি আনার দায়িত্ব যে তারই কাঁধে। আর সেই কারণেই তো সারা ভারত নৈশভোজের সাথে চায় তার বিখ্যাত কমেডি অনুষ্ঠান কমেডি নাইটস উইথ কপিল। তুখোড় বুদ্ধিমত্তা, নিত্যনতুন জোকস এবং অবলীলায় হাসানোর ক্ষমতা দিয়েই তিনি হয়ে গেছেন দেশের সেরা কমেডিয়ান, মানুষের পছন্দের সঞ্চালক। টিভি জয় করে কপিল এখন পা রাখতে চলেছেন বড় পর্দায়।
বাজিগর, সোলজার, রেস খ্যাত আব্বাস–মাস্তান এর পরিচালনায় কিস কিস কো প্যায়ার কারু ছবিতে অভিনয় করছেন কপিল। আদ্যপান্ত হাসির উপাদানে মোড়া এই ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন তিনি। এই ছবিতে কপিলের বিপরীতে চারজন নায়িকা অভিনয় করছেন এবং এই চারজনই কপিলের স্ত্রী বা প্রেমিকার ভূমিকায়।
কপিল ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন আরবাজ খান, এলি আভরাম প্রমুখ।
বাজিগর, সোলজার, রেস খ্যাত আব্বাস–মাস্তান এর পরিচালনায় কিস কিস কো প্যায়ার কারু ছবিতে অভিনয় করছেন কপিল। আদ্যপান্ত হাসির উপাদানে মোড়া এই ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন তিনি। এই ছবিতে কপিলের বিপরীতে চারজন নায়িকা অভিনয় করছেন এবং এই চারজনই কপিলের স্ত্রী বা প্রেমিকার ভূমিকায়।
কপিল ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন আরবাজ খান, এলি আভরাম প্রমুখ।
No comments:
Post a Comment