জার্মানির কাছে দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপ ফুটবলের আসরে পেলের দেশের ১-৭ হারের পর কাপের রেপ্লিকা হাতে তার কান্না দেখেছিল গোটা বিশ্ব। ব্রাজিল ফুটবলের সেই ভয়াবহ শোকের দিন চোদ্দ মাস পেরোতে না পেরোতেই এবার ক্যানসারের কাছে চিরতরে হেরে গেলেন সেলেকাওদের সুপারফ্যান ক্লোভিস অ্যাকোস্তা ফার্নান্দেজ।
ফুটবল অন্তপ্রাণ মানুষটির মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। সাতটি বিশ্বকাপ-সহ বিশ্বের ৬০ টি দেশে গত আড়াই দশকে ব্রাজিল টিমের সঙ্গে সেলেকাওদের জার্সি গায়ে ঘুরতে দেখা গিয়েছে ক্লোভিসকে। তার মৃত্যুতে শোকাহত ব্রাজিলের ফুটবল মহল।
জার্মানির নিকট পরাজয়ের পর ক্লোভিস অ্যাকোস্তা ফার্নান্দেজের ছবি গল্প নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছিল কালের কণ্ঠ অনলাইনে। ক্লিক করে কবার স্মৃতি থেকে ঘুরে আসতে পারেন...
ফুটবল অন্তপ্রাণ মানুষটির মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। সাতটি বিশ্বকাপ-সহ বিশ্বের ৬০ টি দেশে গত আড়াই দশকে ব্রাজিল টিমের সঙ্গে সেলেকাওদের জার্সি গায়ে ঘুরতে দেখা গিয়েছে ক্লোভিসকে। তার মৃত্যুতে শোকাহত ব্রাজিলের ফুটবল মহল।
জার্মানির নিকট পরাজয়ের পর ক্লোভিস অ্যাকোস্তা ফার্নান্দেজের ছবি গল্প নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছিল কালের কণ্ঠ অনলাইনে। ক্লিক করে কবার স্মৃতি থেকে ঘুরে আসতে পারেন...
No comments:
Post a Comment