গুগল কত বড়? এ প্রশ্নের উত্তরে গুগলের সার্চ পেজের আকার, গুগলের মূল্য কিংবা অন্য যেকোনো পরিসংখ্যান বিবেচনা করার বদলে যদি গুগলের মূল কোডগুলো বিবেচনা করা হয় তাহলে হিসাবটা কি দাঁড়াবে? গুগলকে আমাদের কম্পিউটারে যত সহজেই পাওয়া যায়, বাস্তবে বিষয়টি তত সহজ নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর পেছনে কাজ করছে বিশ্বের সবচেয়ে জটিল ও বড় কোডিং লাইন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ওইয়ার্ড।
সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুগলের সবগুলো সেবার কোডিং লাইন রয়েছে প্রায় দুই বিলিয়ন। আর এ কোডিংয়ের ওপর ভিত্তি করেই গুগল চলে। কোডিং লাইনের দিক দিয়ে গুগলের তুলনায় মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিতান্তই শিশু।
সিলিকন ভ্যালিতে এক ইঞ্জিনিয়ারিং সম্মেলনে গত সোমবার গুগলের র্যাচেল পটভিন জানান, গুগল সব ইন্টারনেট সেবা, যেমন সার্চ, জিমেইল, গুগল ম্যাপস ইত্যাদি চালাতে প্রয়োজন হয় প্রায় দুই বিলিয়ন লাইন কোডিংয়ের।
অন্যদিকে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিশ্বের কম্পিউটার অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জটিল। এতে রয়েছে প্রায় ৫০ মিলিয়ন লাইন কোডিং। এ হিসাব অনুযায়ী প্রায় ৪০টি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সমান গুগল।
গুগলের এ দুই বিলিয়ন লাইন কোড নিয়ে কাজ করার জন্য নিয়োজিত রয়েছেন প্রায় ২৫ হাজার ইঞ্জিনিয়ার। এসব কোডকে একটি বড় অপারেটিং সিস্টেম হিসেবেই গণ্য করে গুগল। আর তাই পটভিন গুগলকে বিশ্বের সবচেয়ে জটিল সিস্টেম বলে মনে করেন।
সম্প্রতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুগলের সবগুলো সেবার কোডিং লাইন রয়েছে প্রায় দুই বিলিয়ন। আর এ কোডিংয়ের ওপর ভিত্তি করেই গুগল চলে। কোডিং লাইনের দিক দিয়ে গুগলের তুলনায় মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিতান্তই শিশু।
সিলিকন ভ্যালিতে এক ইঞ্জিনিয়ারিং সম্মেলনে গত সোমবার গুগলের র্যাচেল পটভিন জানান, গুগল সব ইন্টারনেট সেবা, যেমন সার্চ, জিমেইল, গুগল ম্যাপস ইত্যাদি চালাতে প্রয়োজন হয় প্রায় দুই বিলিয়ন লাইন কোডিংয়ের।
অন্যদিকে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিশ্বের কম্পিউটার অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জটিল। এতে রয়েছে প্রায় ৫০ মিলিয়ন লাইন কোডিং। এ হিসাব অনুযায়ী প্রায় ৪০টি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সমান গুগল।
গুগলের এ দুই বিলিয়ন লাইন কোড নিয়ে কাজ করার জন্য নিয়োজিত রয়েছেন প্রায় ২৫ হাজার ইঞ্জিনিয়ার। এসব কোডকে একটি বড় অপারেটিং সিস্টেম হিসেবেই গণ্য করে গুগল। আর তাই পটভিন গুগলকে বিশ্বের সবচেয়ে জটিল সিস্টেম বলে মনে করেন।
No comments:
Post a Comment