জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতার সন্ধান পেতে চালু হলো অ্যাপ। ‘ব্লাড হিরো’ নামের এ অ্যাপটি গত রোববার চালু হয়েছে। অ্যাপটি তৈরি করেছে ক্রিয়েটিভ আইটি। অ্যাপটিতে নিবন্ধন করলেই তাৎক্ষণিক পাওয়া যাবে রক্তদাতার খবর। বিপদের সময় নির্দিষ্ট গ্রুপের রক্ত সংগ্রহে বিড়ম্বনা এড়াতে এতে থাকছে রক্তদাতাদের গ্রুপ ও এলাকাভিত্তিক তথ্য। অ্যাপটিতে জিপিআরএস সুবিধা থাকায় যেকোনো জায়গায় নির্দিষ্ট সীমার মধ্যে প্রয়োজনীয় গ্রুপের রক্তদাতাদের খুঁজে পাওয়া যাবে। কথা বলা এবং এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা যাবে রক্তদাতাদের সঙ্গে। সংরক্ষণও করা যাবে পরিচিতজনদের তালিকাও। চাইলে রক্তদাতা নিজের মোবাইল নম্বরটি গোপন রাখতে পারবেন।অ্যাপটি নির্মাণ করেছেন পার্থ রাজ দেব, তাইফুল হাসান, আল আমিন, কাজী জান্নাতুল ফেরদৌস ও হালিমা আক্তার। অ্যাপটি নামানোর ঠিকানা:https://goo.gl/ckXJ4f ।

No comments:
Post a Comment