লিওনেল মেসির জোড়া গোলে স্প্যানিশ ফুটবল লিগে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে বার্সা ৪-১ গোলে হারিয়েছে লেভান্তেকে।
এই জয়ের ফলে চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো বার্সেলোনা। ৪ খেলায় অংশ নিয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও সেল্টা ভিগো।
নিজেদের চেনা পরিবেশে শুরু থেকেই বল দখলে রাখে বার্সেলোনা। তবে কাক্সিক্ষত গোলের জন্য মরিয়া হতে হয়েছে বার্সাকে। কারণ বার্সার গুটি কয়েক আক্রমণ রক্ষণ দূর্গে ভালোভাবেই সামাল দিয়েছে লেভান্তে। ফলে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সেলোনা। গোলের স্বাদ পেতে পারতো লেভান্তেও। কিন্তু তাদের সামনে প্রাচীর হিসেবে দাড়িয়ে ছিলো বার্সেলোনার ডিফেন্স। ফলে গোল শূন্য স্কোর রেখেই ম্যাচের বিরতিতে যায় বার্সেলোনা ও লেভান্তে।
বিরতিতে থেকেই ফিরেই লেভান্তের সীমানায় আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সেলোনা। ফলে প্রথম গোলের স্বাদ পাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর ৫ মিনিটের সময় ডিফেন্ডার মার্ক বার্তা গোল করে বার্সেলোনাকে প্রথম এগিয়ে দেন।
প্রথম গোলের আনন্দ ভুলে যাবার আগেই দ্বিতীয়বারের বার্সেলোনাকে ডাবল লিড এনে দেন নেইমার। ৫৬ মিনিটে ডিফেন্ডার ডানি আলভেজের দুর্দান্ত এক ক্রস থেকে ডান পায়ে শট নিয়ে বলকে জালের স্পর্শ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
এরপর ৬১ মিনিটে স্কোরলাইনে আরও একটি গোল যোগ করে বার্সেলোনা। নিজেদের বিপদ সীমানায় ডিফেন্ডার অ্যাঞ্জেল ট্রুজিল্লো বার্সার নেইমারকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আর সেই পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনার জয় এক রকম নিশ্চিত করে ফেলেন মেসি।
১১ মিনিটের ব্যবধানে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচে কিছুটা নির্ভার হয়ে খেলতে থাকে বার্সেলোনা। সেই সুযোগে বার্সেলোনার জালে প্রথম বলের স্পর্শ দেয় লেভান্তে। ৬৬ মিনিটে গোলটি করেন ভিক্টোর কাসাডিসাস। ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ৩-১।
এই স্কোরলাইনে শেষের দিকে এগিয়ে যাচ্ছিলো ম্যাচটি। এমন অবস্থায় ম্যাচের শেষ মিনিটে নিজের দৃষ্টিনন্দন এক শটে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল আদায় করে নেন মেসি। ৪-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। একই দিন নিজ নিজ খেলায় জয়ের স্বাদ পেয়েছে সেল্টা ভিগো, স্পোটিং গিজন, ভিয়ারিয়াল ও রাও ভায়োকানো।
এই জয়ের ফলে চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো বার্সেলোনা। ৪ খেলায় অংশ নিয়ে সমান ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও সেল্টা ভিগো।
নিজেদের চেনা পরিবেশে শুরু থেকেই বল দখলে রাখে বার্সেলোনা। তবে কাক্সিক্ষত গোলের জন্য মরিয়া হতে হয়েছে বার্সাকে। কারণ বার্সার গুটি কয়েক আক্রমণ রক্ষণ দূর্গে ভালোভাবেই সামাল দিয়েছে লেভান্তে। ফলে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সেলোনা। গোলের স্বাদ পেতে পারতো লেভান্তেও। কিন্তু তাদের সামনে প্রাচীর হিসেবে দাড়িয়ে ছিলো বার্সেলোনার ডিফেন্স। ফলে গোল শূন্য স্কোর রেখেই ম্যাচের বিরতিতে যায় বার্সেলোনা ও লেভান্তে।
বিরতিতে থেকেই ফিরেই লেভান্তের সীমানায় আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সেলোনা। ফলে প্রথম গোলের স্বাদ পাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর ৫ মিনিটের সময় ডিফেন্ডার মার্ক বার্তা গোল করে বার্সেলোনাকে প্রথম এগিয়ে দেন।
প্রথম গোলের আনন্দ ভুলে যাবার আগেই দ্বিতীয়বারের বার্সেলোনাকে ডাবল লিড এনে দেন নেইমার। ৫৬ মিনিটে ডিফেন্ডার ডানি আলভেজের দুর্দান্ত এক ক্রস থেকে ডান পায়ে শট নিয়ে বলকে জালের স্পর্শ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
এরপর ৬১ মিনিটে স্কোরলাইনে আরও একটি গোল যোগ করে বার্সেলোনা। নিজেদের বিপদ সীমানায় ডিফেন্ডার অ্যাঞ্জেল ট্রুজিল্লো বার্সার নেইমারকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আর সেই পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনার জয় এক রকম নিশ্চিত করে ফেলেন মেসি।
১১ মিনিটের ব্যবধানে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচে কিছুটা নির্ভার হয়ে খেলতে থাকে বার্সেলোনা। সেই সুযোগে বার্সেলোনার জালে প্রথম বলের স্পর্শ দেয় লেভান্তে। ৬৬ মিনিটে গোলটি করেন ভিক্টোর কাসাডিসাস। ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ৩-১।
এই স্কোরলাইনে শেষের দিকে এগিয়ে যাচ্ছিলো ম্যাচটি। এমন অবস্থায় ম্যাচের শেষ মিনিটে নিজের দৃষ্টিনন্দন এক শটে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল আদায় করে নেন মেসি। ৪-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। একই দিন নিজ নিজ খেলায় জয়ের স্বাদ পেয়েছে সেল্টা ভিগো, স্পোটিং গিজন, ভিয়ারিয়াল ও রাও ভায়োকানো।
No comments:
Post a Comment