এমনিতেই ব্যস্ততায় সময় কাটে দুই তারকার। পেশাদার কাজে ছুটি থাকলেও মেহমানদারির কাজে ব্যস্ত থাকতেই হলো তারকা জুটিকে। কারণ, তার ওপর ঈদের দিন বলে কথা। পতৌদির নবাব পরিবারের ঈদে স্বামী সাইফের সঙ্গে দারুণ আনন্দঘন সময় কাটালেন কারিনা কাপুর। এবারের ঈদে দুই তারকা তাদের সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির আনন্দটা বিশেষভাবেই উপভোগ করেছেন।
দুজনই ঈদ করেছেন পতৌদির জমিদার বাড়িতে। কুর্তা আর সালোয়ারে বরাবরের মতোই ছিলেন সাইফ। পাশাপাশি কারিনার ঈদের পোশাক বলতে ছিল জিনসের সঙ্গে ট্যাঙ্ক টপ। সবাই ভেবেছিলেন কারিনা কোনো ঐতিহ্যবাহী পোশাকেই ঈদ কাটাবেন। কিন্তু এমন ক্যাজুয়াল পোশাকে তাকে দেখে অনেকেই হোঁচট খেয়েছেন।
পতৌদির বাড়িতে সাইফ ও কারিনার বিশাল একটি ছবি আনা হয়েছে। ওই ছবিতে আছে একটা সাদা কুকুর। ছবিতে দুজনকে ঐতিহ্যবাহী পোশাকে দুজনকে দারুণ লাগছিল বলেই মন্তব্য মেহমানরা জানান।
এবারের ঈদ এমনিতেই কারিনার কাছে বড় ধরনের খুশি বয়ে এনেছে। 'বজরঙ্গি ভাইজান'র ব্যাপক সাফল্য ঈদটাকে আরো আনন্দময় করে দিয়েছে। সাইফের ক্ষেত্রেই একই বিষয় সত্য। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত 'ফ্যান্টম' ছবির সফলতাও ফেলে দেওয়া যায় না। কাজেই এ জুটির অন্যতম সেরা ঈদ বলা যেতে পারে একে।
তা ছাড়া শহীদ কাপুর এবং কঙ্গনা রানাউতের সঙ্গে সাইফ আলী খানের আগামী ছবির কথাও লোকের মুখে মুখে। ওদিকে, কারিনার সঙ্গে অর্জুন কাপুরের প্রজেক্টটি কম যাচ্ছে না কোনো অংশে।
দুজনই ঈদ করেছেন পতৌদির জমিদার বাড়িতে। কুর্তা আর সালোয়ারে বরাবরের মতোই ছিলেন সাইফ। পাশাপাশি কারিনার ঈদের পোশাক বলতে ছিল জিনসের সঙ্গে ট্যাঙ্ক টপ। সবাই ভেবেছিলেন কারিনা কোনো ঐতিহ্যবাহী পোশাকেই ঈদ কাটাবেন। কিন্তু এমন ক্যাজুয়াল পোশাকে তাকে দেখে অনেকেই হোঁচট খেয়েছেন।
পতৌদির বাড়িতে সাইফ ও কারিনার বিশাল একটি ছবি আনা হয়েছে। ওই ছবিতে আছে একটা সাদা কুকুর। ছবিতে দুজনকে ঐতিহ্যবাহী পোশাকে দুজনকে দারুণ লাগছিল বলেই মন্তব্য মেহমানরা জানান।
এবারের ঈদ এমনিতেই কারিনার কাছে বড় ধরনের খুশি বয়ে এনেছে। 'বজরঙ্গি ভাইজান'র ব্যাপক সাফল্য ঈদটাকে আরো আনন্দময় করে দিয়েছে। সাইফের ক্ষেত্রেই একই বিষয় সত্য। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত 'ফ্যান্টম' ছবির সফলতাও ফেলে দেওয়া যায় না। কাজেই এ জুটির অন্যতম সেরা ঈদ বলা যেতে পারে একে।
তা ছাড়া শহীদ কাপুর এবং কঙ্গনা রানাউতের সঙ্গে সাইফ আলী খানের আগামী ছবির কথাও লোকের মুখে মুখে। ওদিকে, কারিনার সঙ্গে অর্জুন কাপুরের প্রজেক্টটি কম যাচ্ছে না কোনো অংশে।
No comments:
Post a Comment