এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিদেশী খেলোয়াড়ের তালিকা করা হয়েছে। সেই তালিকায় আছে ৫২ জন পাকিস্তানী। আর স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা থেকে ফেরা পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির আছেন এই তালিকায়। পাকিস্তানের মিসবাহ-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ হাফিজও আছেন তালিকায়।
ইংল্যান্ডের ৪৮জন খেলোয়াড় জায়গা করে নিয়েছে। এর মধ্যে আছেন সামিট প্যাটেল, পল কলিংউড ও রবি বোপারারা। তালিকায় আছে ২৫জন শ্রীলঙ্কান খেলোয়াড়, ৩৩ জন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়, জিম্বাবুয়ের ৫জন, অস্ট্রেলিয়ার ৪জন ও সহযোগী দেশের ১৩জন।
এবারের মৌসুমে খেলোয়াড় রিক্রুটের দুটি নিয়ম থাকছে। প্রথম নিয়মে বিপিএলের তালিকায় থাকবেন খেলোয়াড়রা। ছয় ফ্রাঞ্চাইজি সেখান থেকে খেলোয়াড় বাছাই করে নেবে। এমন খেলোয়াড়দের ফি দেবে বিসিবি। দ্বিতীয় উপায়ে খেলোয়াড়ের সাথে সরাসরি যোগাযোগ হবে ফ্রাঞ্চাইজির। কিন্তু বিসিবি খেলোয়াড়দের ফি দেবে না। ফি দেবে ফ্রাঞ্চাইজি।
বিপিএল কর্তৃপক্ষের বিশ্বাস, গত দুই আসরের চেয়ে এবারের এই দুই প্রক্রিয়ায় খেলোয়াড় রিক্রুটমেন্টের পদ্ধতি বেশি কাজে দেবে। বিপিএলের টুর্নামেন্ট সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ফ্রাঞ্চাইজিগুলো বড় খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করছে। আর তাদের তালিকায়ও আছে ১৮০ জনের বেশি বিদেশীর নাম। তিনি জানিয়েছেন, "গত দুই আসরের চেয়ে এবারের সাড়া ভালো। শুনেছি অনেক বড় বড় খেলোয়াড়ের সাথে ফ্রাঞ্চাইজিগুলো চুক্তি করছে। আমাদের হাতেও ভালো খেলোয়াড়দের তালিকা আছে। ফ্রাঞ্চাইজিগুলোকে সেখান থেকে খেলোয়াড় বেছে নিতে দেবো।"
বিপিএলের প্রত্যেক ফ্রাঞ্চাইজি এবার সাতজন করে বিদেশী খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করাতে পারবে। ম্যাচে সর্বোচ্চ চারজনকে খেলাতে পারবে। বিদেশী খেলোয়াড়কে সর্বোচ্চ ৭০ হাজার ডলার দেয়া যাবে। সর্বনিম্ন ফি হবে ৩০ হাজার ডলার।
ইংল্যান্ডের ৪৮জন খেলোয়াড় জায়গা করে নিয়েছে। এর মধ্যে আছেন সামিট প্যাটেল, পল কলিংউড ও রবি বোপারারা। তালিকায় আছে ২৫জন শ্রীলঙ্কান খেলোয়াড়, ৩৩ জন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়, জিম্বাবুয়ের ৫জন, অস্ট্রেলিয়ার ৪জন ও সহযোগী দেশের ১৩জন।
এবারের মৌসুমে খেলোয়াড় রিক্রুটের দুটি নিয়ম থাকছে। প্রথম নিয়মে বিপিএলের তালিকায় থাকবেন খেলোয়াড়রা। ছয় ফ্রাঞ্চাইজি সেখান থেকে খেলোয়াড় বাছাই করে নেবে। এমন খেলোয়াড়দের ফি দেবে বিসিবি। দ্বিতীয় উপায়ে খেলোয়াড়ের সাথে সরাসরি যোগাযোগ হবে ফ্রাঞ্চাইজির। কিন্তু বিসিবি খেলোয়াড়দের ফি দেবে না। ফি দেবে ফ্রাঞ্চাইজি।
বিপিএল কর্তৃপক্ষের বিশ্বাস, গত দুই আসরের চেয়ে এবারের এই দুই প্রক্রিয়ায় খেলোয়াড় রিক্রুটমেন্টের পদ্ধতি বেশি কাজে দেবে। বিপিএলের টুর্নামেন্ট সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ফ্রাঞ্চাইজিগুলো বড় খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করছে। আর তাদের তালিকায়ও আছে ১৮০ জনের বেশি বিদেশীর নাম। তিনি জানিয়েছেন, "গত দুই আসরের চেয়ে এবারের সাড়া ভালো। শুনেছি অনেক বড় বড় খেলোয়াড়ের সাথে ফ্রাঞ্চাইজিগুলো চুক্তি করছে। আমাদের হাতেও ভালো খেলোয়াড়দের তালিকা আছে। ফ্রাঞ্চাইজিগুলোকে সেখান থেকে খেলোয়াড় বেছে নিতে দেবো।"
বিপিএলের প্রত্যেক ফ্রাঞ্চাইজি এবার সাতজন করে বিদেশী খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করাতে পারবে। ম্যাচে সর্বোচ্চ চারজনকে খেলাতে পারবে। বিদেশী খেলোয়াড়কে সর্বোচ্চ ৭০ হাজার ডলার দেয়া যাবে। সর্বনিম্ন ফি হবে ৩০ হাজার ডলার।
No comments:
Post a Comment