গুইলেম বালাগু স্কাই স্পোর্টসকে বলেছেন, রিয়াল মাদ্রিদে এটাই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মৌসুম হতে পারে। তাকে আগামী মৌসুমে দেখা যেতে পারে ফ্রান্সের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইয়ে।
প্রশ্ন করতে পারেন, কে এই গুইলেম? তিনি স্পেনের খুব বিখ্যাত সাংবাদিক। একই সাথে স্পেন ও ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন। রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া, ডেভিড বেকহামের রিয়াল মাদ্রিদে আসা, এ রকম বড় বড় বেশ কিছু সংবাদ ব্রেক করেছিলেন গুইলেম। এটাও না ব্রেকিং নিউজ হয়ে যায়!
মাত্র দুই দিন আগেই রোনালদো অবশ্য বলেছেন, তিনি রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করতে চান। আর এমন সময় এলো গুইলেমের সংবাদ। তিনি বলেছেন, "মনে হচ্ছে রিয়াল মাদ্রিদে এটাই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মৌসুম হতে পারে। এও লাগছে যে এতে করে রিয়াল মাদ্রিদ পুরোপুরি অখুশিও না।"
গুইলেম আরো বলেছেন পিএসজি যে পরিমাণ অর্থ নিয়ে অপেক্ষায় তাতে রিয়াল মাদ্রিদ তাদের কাছেই রোনালদোকে দিতে পারে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডেরও আগ্রহ আছে। কিন্তু পর্তুগিজ এই ফুটবলারকে দলে টানতে অনেকবার আগ্রহ দেখিয়েছে পিএসজি। গুইলেম বলেছেন, "আমার মনে হয় না আগামী গ্রীষ্ম পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবে সে (রোনালদো)।"
প্রশ্ন করতে পারেন, কে এই গুইলেম? তিনি স্পেনের খুব বিখ্যাত সাংবাদিক। একই সাথে স্পেন ও ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন। রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া, ডেভিড বেকহামের রিয়াল মাদ্রিদে আসা, এ রকম বড় বড় বেশ কিছু সংবাদ ব্রেক করেছিলেন গুইলেম। এটাও না ব্রেকিং নিউজ হয়ে যায়!
মাত্র দুই দিন আগেই রোনালদো অবশ্য বলেছেন, তিনি রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করতে চান। আর এমন সময় এলো গুইলেমের সংবাদ। তিনি বলেছেন, "মনে হচ্ছে রিয়াল মাদ্রিদে এটাই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মৌসুম হতে পারে। এও লাগছে যে এতে করে রিয়াল মাদ্রিদ পুরোপুরি অখুশিও না।"
গুইলেম আরো বলেছেন পিএসজি যে পরিমাণ অর্থ নিয়ে অপেক্ষায় তাতে রিয়াল মাদ্রিদ তাদের কাছেই রোনালদোকে দিতে পারে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডেরও আগ্রহ আছে। কিন্তু পর্তুগিজ এই ফুটবলারকে দলে টানতে অনেকবার আগ্রহ দেখিয়েছে পিএসজি। গুইলেম বলেছেন, "আমার মনে হয় না আগামী গ্রীষ্ম পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকবে সে (রোনালদো)।"
No comments:
Post a Comment