সময় নীরবে বয়ে যায়। তবে তিনি জানেন কীভাবে সময়কে ধরতে হয়। হয়ত সময়কে ফ্রেমবন্দি করাই তাঁর নেশা। গত সপ্তাহে ২৭ মিনিট ৫৯ সেকেন্ড ধরে চাঁদের যাত্রাপথ ফ্রেমবন্দি করলেন লস অ্যাঞ্জেলসের ফটোগ্রাফার ড্যান মার্কার মুর। আর সেই ছবি দেখে মুগ্ধ গোটা বিশ্ব।
মার্কার মুর প্রায় আধঘণ্টা ফ্রেমবন্দি করেন শহরের বড় বড় স্কাইস্ক্রাপার থেকে উঠে আসা গোটা চাঁদ। ছবিতে দেখা যায় চাঁদের গতিপথ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। তার সঙ্গে পরিবর্তন হয় চাঁদের চারিত্রিক রূপ। একই জায়গা থেকে তোলা ১১টি ছবিকে কোলাজ করে দেখিয়েছেন চাঁদের বিভিন্ন রূপ। সত্যিই বিস্ময়কর! তিনি একটি ভিডিও তৈরি করছেন।
মার্কার মুর প্রায় আধঘণ্টা ফ্রেমবন্দি করেন শহরের বড় বড় স্কাইস্ক্রাপার থেকে উঠে আসা গোটা চাঁদ। ছবিতে দেখা যায় চাঁদের গতিপথ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। তার সঙ্গে পরিবর্তন হয় চাঁদের চারিত্রিক রূপ। একই জায়গা থেকে তোলা ১১টি ছবিকে কোলাজ করে দেখিয়েছেন চাঁদের বিভিন্ন রূপ। সত্যিই বিস্ময়কর! তিনি একটি ভিডিও তৈরি করছেন।
No comments:
Post a Comment