রিয়াল মাদ্রিদকে ভালোবাসেন। পেশাদার ব্যাপারও আছে রিয়ালে থাকার পেছনে। মাঝে মাঝে শোনা যায় তিনি যাবেন যুক্তরাষ্ট্রে খেলতে। কবে তা ঠিক বোঝা যায় না। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো স্বপ্ন দেখেন রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শেষ করার। একটা নতুন কথাও বললেন সিআরসেভেন। জানিয়েছেন, ৪০ বছর পর্যন্ত খেলতে চান।
গত মাসে রোনালদো বলেছিলেন, "কেউ জানে না আগামী বছর কি হবে।" তখন থেকেই গুঞ্জন। রোনালদো কি রিয়াল ছাড়ার কথা ভাবছেন? কারণও আছে এই গুঞ্জনের। ফর্মের তুঙ্গে আছেন। ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন দল প্যারিস সেন্ত জার্মেই রোনালদোর প্রতি আগ্রহ দেখাচ্ছে অনেক দিন হলো।
পর্তুগিজ অধিনায়ক সম্প্রতি গোল্ডেন বুট জিতেছেন। ইউরোপের সেরা গোলদাতার পুরস্কার ওটি। সেদিন বলেছেন, আরো জিততে চান। তার ক্ষুধা কমেনি। স্প্যানিশ সংবাদপত্র মার্কাকে তিনি জানিয়েছেন, আরো পাঁচ থেকে ছয় বছর শীর্ষ পর্যায়ে খেলতে চান। সিআর সেভেনের ভাষায়, "আমি আরো জিততে চাই। এখনো ভালো লাগে, তরুণের মতো লাগে। এখন আমার বয়স ৩০। আরো পাঁচ বা ছয় বছর খেলতে চাই। আর এই বছরগুলোতে আমি ভালো করতে চাই, সাম্প্রতিক মৌসুমের উচ্চতা ধরে রাখতে চাই। এটা কঠিন কাজ জানি। কিন্তু আমার মাথা বলে, এটা সম্ভব।"
রিয়াল মাদ্রিদে এসেছেন ২০০৯ সালে। রাজার মতো অবস্থান ক্লাবে। আর এই ক্লাবটিকে নিয়েই রোনালদোর স্বপ্ন। বলেছেন, "আমি বিশ্বের সেরা ক্লাবেই আছি। এখানে জিততে চাই। আমার ৩৩ বছর পর্যন্ত চুক্তি আছে। অনেকবার বলেছি আমার স্বপ্ন রিয়াল মাদ্রিদে শেষ করা। কারণ, এখানে ভালো লাগে, কাজের মনে হয়। আমি থাকতে চাই।"
রোনালদোর শরীর সুগঠিত। ফিটনেস আদর্শ। ফিজিওকে ধন্যবাদ জানান ফিটনেসের জন্য। রোনালদোর আশা, ফিটনেস ধরে রেখে আরো এক দশক খেলতে পারবেন, "আমার ২৫ বছর বয়সের সাথে এখনকার আমার কোনো পার্থক্য খুঁজে পাই না। অনেকে বলে ৩০ এ পড়তির দিকে যেতে হয়। কিন্তু আমি এ কথা সমর্থন করি না। নিজের যত্ন নিলে, অনুশীলন করলে দিনে দিনে আরো ভালো হবেন। রাতারাতি বুড়ো হওয়া কেউ। এটা ধীরে ধীরে হয়। নিজের যত্ন নিলে ৪০ এও খেলা যায়। আমার খেলে যাওয়ার প্রেরণা আছে।"
জিজ্ঞেস করা হয়েছিল এই মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পথে কাদের প্রতিদ্বন্দ্বী মনে করেন। রোনালদোর ভাষায়, "ইউরোপে অনেক অসাধারণ ফরোয়ার্ড আছে, নানা লিগ, ইংলিশ, জার্মান...(ওয়েন) রুনি, (সার্জিও) আগুয়েরো, (রবার্ত) লেয়ানদোস্কি, নেইমার, (করিম) বেনজিমারা খুব ভালো। লুই সুয়ারেসও আছে।" রোনালদো অনেক নাম নিলেন। কেবল লিওনেল মেসির নামটা বললেন না।
গত মাসে রোনালদো বলেছিলেন, "কেউ জানে না আগামী বছর কি হবে।" তখন থেকেই গুঞ্জন। রোনালদো কি রিয়াল ছাড়ার কথা ভাবছেন? কারণও আছে এই গুঞ্জনের। ফর্মের তুঙ্গে আছেন। ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন দল প্যারিস সেন্ত জার্মেই রোনালদোর প্রতি আগ্রহ দেখাচ্ছে অনেক দিন হলো।
পর্তুগিজ অধিনায়ক সম্প্রতি গোল্ডেন বুট জিতেছেন। ইউরোপের সেরা গোলদাতার পুরস্কার ওটি। সেদিন বলেছেন, আরো জিততে চান। তার ক্ষুধা কমেনি। স্প্যানিশ সংবাদপত্র মার্কাকে তিনি জানিয়েছেন, আরো পাঁচ থেকে ছয় বছর শীর্ষ পর্যায়ে খেলতে চান। সিআর সেভেনের ভাষায়, "আমি আরো জিততে চাই। এখনো ভালো লাগে, তরুণের মতো লাগে। এখন আমার বয়স ৩০। আরো পাঁচ বা ছয় বছর খেলতে চাই। আর এই বছরগুলোতে আমি ভালো করতে চাই, সাম্প্রতিক মৌসুমের উচ্চতা ধরে রাখতে চাই। এটা কঠিন কাজ জানি। কিন্তু আমার মাথা বলে, এটা সম্ভব।"
রিয়াল মাদ্রিদে এসেছেন ২০০৯ সালে। রাজার মতো অবস্থান ক্লাবে। আর এই ক্লাবটিকে নিয়েই রোনালদোর স্বপ্ন। বলেছেন, "আমি বিশ্বের সেরা ক্লাবেই আছি। এখানে জিততে চাই। আমার ৩৩ বছর পর্যন্ত চুক্তি আছে। অনেকবার বলেছি আমার স্বপ্ন রিয়াল মাদ্রিদে শেষ করা। কারণ, এখানে ভালো লাগে, কাজের মনে হয়। আমি থাকতে চাই।"
রোনালদোর শরীর সুগঠিত। ফিটনেস আদর্শ। ফিজিওকে ধন্যবাদ জানান ফিটনেসের জন্য। রোনালদোর আশা, ফিটনেস ধরে রেখে আরো এক দশক খেলতে পারবেন, "আমার ২৫ বছর বয়সের সাথে এখনকার আমার কোনো পার্থক্য খুঁজে পাই না। অনেকে বলে ৩০ এ পড়তির দিকে যেতে হয়। কিন্তু আমি এ কথা সমর্থন করি না। নিজের যত্ন নিলে, অনুশীলন করলে দিনে দিনে আরো ভালো হবেন। রাতারাতি বুড়ো হওয়া কেউ। এটা ধীরে ধীরে হয়। নিজের যত্ন নিলে ৪০ এও খেলা যায়। আমার খেলে যাওয়ার প্রেরণা আছে।"
জিজ্ঞেস করা হয়েছিল এই মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পথে কাদের প্রতিদ্বন্দ্বী মনে করেন। রোনালদোর ভাষায়, "ইউরোপে অনেক অসাধারণ ফরোয়ার্ড আছে, নানা লিগ, ইংলিশ, জার্মান...(ওয়েন) রুনি, (সার্জিও) আগুয়েরো, (রবার্ত) লেয়ানদোস্কি, নেইমার, (করিম) বেনজিমারা খুব ভালো। লুই সুয়ারেসও আছে।" রোনালদো অনেক নাম নিলেন। কেবল লিওনেল মেসির নামটা বললেন না।
No comments:
Post a Comment