১০ নম্বর জার্সিটা প্রায় এক দশক ধরেই লিওনেল মেসির। কেউ তাকে এই সময়ে চ্যালেঞ্জ জানাতে পারেনি। হতে পারেনি ১০ নম্বরের দাবিদার। তবে ইনজুরির কারণে মেসি এখন অনুপস্থিত। খেলতে পারবেন না বিশ্বকাপের বাছাই পর্বে। তার ১০ নম্বর জার্সিটা উঠবে ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরোর শরীরে। আগুয়েরো নিজেই জানিয়েছেন বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে খেলবেন। তাদের দল চেষ্টা করবে মেসির অনুপস্থিতি বুঝতে না দিতে।
আর্জেন্টিনার জন্য ১০ নম্বর জার্সিটা বিখ্যাত ১৯৮৬ বিশ্বকাপ থেকে। বিশ্বকাপ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা পরতেন এই নম্বরের জার্সি। জাতীয় দলে ঢোকার বেশ কিছুদিন পর থেকে সেই জার্সিটা হয়েছে মেসির। ইকুয়েডর, প্যারাগুয়ের বিপক্ষে ১০ নম্বর পরে খেলার কথা জানিয়ে আগুয়েরো বলেছেন, "কিটম্যানের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই নম্বরটা ব্যবহার করতে হবে। বাধ্যতামূলক। ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত ব্যবহার করতে হয়। যুক্তরাষ্ট্রে বসনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে প্রথমবার এই নম্বরটা আমি ব্যবহার করি। লিও বলেছিল: 'আমি না থাকলে কুন এটা পরবে'। তারপর থেকে আমাকে সে মেসেজ পাঠায়: 'তুমি এটা পরছো তো'?" আগুয়েরো বলেছেন, "এখন সে অনুপস্থিত থাকলে এটা আমাকে পরতে হবে। আমি এটা পরতে পেরে খুশি। কিন্তু এটা আসলে তারই।"
স্প্যানিশ লিগে খেলার সময় বার্সেলোনা তারকা মেসি ইনজুরিতে পড়েছেন। মাঠের বাইরে তিনি। কনমেবলের বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ দুটিতে থাকা হচ্ছে না তার। নভেম্বরে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে খেলা নিয়েও সংশয় আছে। মেসিকে ছাড়া খেলাটা একটু কেমন যেন। স্বীকার করেন আগুয়েরো। কিন্তু মেসিকে ছাড়াই তাদের শক্তির প্রমাণ দিতে চান আগুয়োরো, "একটু আশ্চর্য লাগছে। কারণ লিও সবসময় থাকে। কিন্তু ফুটবলে এটা ঘটে। আমাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে। তাকে ছাড়াই আমরা ভালো করতে পারি। তাকে ছাড়া একটু ভিন্নরকমের লাগলেও আমাদের শুরুটা ভালো করতে হবে।" এর সাথে আগুয়েরো যোগ করেন, "মেসি হলো মেসি। তার জায়গা কেউ নিতে পারে না। আমাদের দুর্দান্ত দলটি তার অভাব বুঝতে দেবে না। জিততে হবে। তিনটি পয়েন্ট তুলে নিতে হবে।"
আর্জেন্টিনার জন্য ১০ নম্বর জার্সিটা বিখ্যাত ১৯৮৬ বিশ্বকাপ থেকে। বিশ্বকাপ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা পরতেন এই নম্বরের জার্সি। জাতীয় দলে ঢোকার বেশ কিছুদিন পর থেকে সেই জার্সিটা হয়েছে মেসির। ইকুয়েডর, প্যারাগুয়ের বিপক্ষে ১০ নম্বর পরে খেলার কথা জানিয়ে আগুয়েরো বলেছেন, "কিটম্যানের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই নম্বরটা ব্যবহার করতে হবে। বাধ্যতামূলক। ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত ব্যবহার করতে হয়। যুক্তরাষ্ট্রে বসনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে প্রথমবার এই নম্বরটা আমি ব্যবহার করি। লিও বলেছিল: 'আমি না থাকলে কুন এটা পরবে'। তারপর থেকে আমাকে সে মেসেজ পাঠায়: 'তুমি এটা পরছো তো'?" আগুয়েরো বলেছেন, "এখন সে অনুপস্থিত থাকলে এটা আমাকে পরতে হবে। আমি এটা পরতে পেরে খুশি। কিন্তু এটা আসলে তারই।"
স্প্যানিশ লিগে খেলার সময় বার্সেলোনা তারকা মেসি ইনজুরিতে পড়েছেন। মাঠের বাইরে তিনি। কনমেবলের বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ দুটিতে থাকা হচ্ছে না তার। নভেম্বরে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে খেলা নিয়েও সংশয় আছে। মেসিকে ছাড়া খেলাটা একটু কেমন যেন। স্বীকার করেন আগুয়েরো। কিন্তু মেসিকে ছাড়াই তাদের শক্তির প্রমাণ দিতে চান আগুয়োরো, "একটু আশ্চর্য লাগছে। কারণ লিও সবসময় থাকে। কিন্তু ফুটবলে এটা ঘটে। আমাদের অসাধারণ কিছু খেলোয়াড় আছে। তাকে ছাড়াই আমরা ভালো করতে পারি। তাকে ছাড়া একটু ভিন্নরকমের লাগলেও আমাদের শুরুটা ভালো করতে হবে।" এর সাথে আগুয়েরো যোগ করেন, "মেসি হলো মেসি। তার জায়গা কেউ নিতে পারে না। আমাদের দুর্দান্ত দলটি তার অভাব বুঝতে দেবে না। জিততে হবে। তিনটি পয়েন্ট তুলে নিতে হবে।"
No comments:
Post a Comment