লাল টুকটুকে একটি ফেরারি দাঁড়ানো। আর গাড়ির ছাদে বসে আছেন নেইমার! ইন্সটাগ্রামে নেইমারের এমন একটি ছবি পোস্ট হয়েছে সম্প্রতি। ভক্তদের সাথে ছবিটি শেয়ার করেছেন বার্সেলোনা ও ব্রাজিলের সুপারস্টার নেইমার। নতুন ফেরারি কিনেছেন ২ লাখ পাউন্ড দিয়ে। হয়েছে তার ছেলেবেলার আরেকটি স্বপ্ন পূরণ।
নেইমার তার ফেরারি ৪৫৮ স্পাইডারের ছাদে। আর লিখেছেন, "ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে ভালো স্বাস্থ্য দিয়েছেন। আমার কাজের ফলও দিয়েছেন। আরেকটি ছেলেবেলার স্বপ্ন পূরণ হলো!" সুপারকার নিয়ে নেইমারের ভালোবাসার প্রকাশটা দেখার মতো।
অবশ্য এই সপ্তাহে বার্সেলোনার জনপ্রিয় তারকাদের মধ্যে নেই তিনি। কারণ, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের খেলার পর ন্যু ক্যাম্পে নিজেদের ভক্ত সমর্থকদের সমালোচনা করেছেন তিনি। লিওনেল মেসি ইনজুরিতে। তার অনুপস্থিতিতে নিজেদের মাঠে বায়ার লেভারকুসেনের সাথে খেলতে নামে বার্সেলোনা। কিরিয়াকস পাপাদোপুলসের গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ ১০ মিনিটে সার্জি রবার্তো ও লুই সুয়ারেসের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সেলোনা।
এই ম্যাচে বার্সা কঠোর পরিশ্রম করলেও সমর্থকদের মন জয় করতে পারেনি। সমর্থকরা সেভাবে সমর্থন দিচ্ছিল না দলকে। তাই ম্যাচের শেষ নেইমার বলেছিলেন, "সমর্থকরা সাথে না থাকলে সবকিছু কঠিন। জানি, তারা আরো চায়। আমরা এই ম্যাচ জিততে অনেক কষ্ট করেছি।"
নেইমার তার ফেরারি ৪৫৮ স্পাইডারের ছাদে। আর লিখেছেন, "ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে ভালো স্বাস্থ্য দিয়েছেন। আমার কাজের ফলও দিয়েছেন। আরেকটি ছেলেবেলার স্বপ্ন পূরণ হলো!" সুপারকার নিয়ে নেইমারের ভালোবাসার প্রকাশটা দেখার মতো।
অবশ্য এই সপ্তাহে বার্সেলোনার জনপ্রিয় তারকাদের মধ্যে নেই তিনি। কারণ, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের খেলার পর ন্যু ক্যাম্পে নিজেদের ভক্ত সমর্থকদের সমালোচনা করেছেন তিনি। লিওনেল মেসি ইনজুরিতে। তার অনুপস্থিতিতে নিজেদের মাঠে বায়ার লেভারকুসেনের সাথে খেলতে নামে বার্সেলোনা। কিরিয়াকস পাপাদোপুলসের গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ ১০ মিনিটে সার্জি রবার্তো ও লুই সুয়ারেসের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সেলোনা।
এই ম্যাচে বার্সা কঠোর পরিশ্রম করলেও সমর্থকদের মন জয় করতে পারেনি। সমর্থকরা সেভাবে সমর্থন দিচ্ছিল না দলকে। তাই ম্যাচের শেষ নেইমার বলেছিলেন, "সমর্থকরা সাথে না থাকলে সবকিছু কঠিন। জানি, তারা আরো চায়। আমরা এই ম্যাচ জিততে অনেক কষ্ট করেছি।"
No comments:
Post a Comment