ব্রাউজার দিয়ে কোনো ওয়েবসাইটে গেলে অটোপ্লে ভিডিও চালু হচ্ছে? গত কয়েক বছরে বিভিন্ন ওয়েবসাইটে অটোপ্লে ভিডিও ও বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে গেছে। যখন কেউ গান শুনতে শুনতে বা ছবি দেখতে দেখতে ওয়েবসাইট ব্রাউজ করেন তখন এ ধরনের ভিডিও চালু হয়ে বিরক্তি উৎপাদন করে। সম্প্রতি ফেসবুকেও চালু হয়েছে অটোপ্লে ভিডিওর যন্ত্রণা। কোনো ব্র্যান্ডের প্রচারের জন্য এ ধরনের ভিডিও দেখানো হয়ে থাকে। এতে বেশি দর্শক ওই ভিডিওটি দেখেন বলে ধারণা করা হয়। ব্রাউজার থেকে এ ধরনের অটোপ্লে ভিডিও বন্ধ করার সুবিধা আছে।
ক্রোমে অটো প্লে বন্ধ করতে হলে
১. ইউআরএল বারে chrome://chrome/settings/content টাইপ করুন
২. স্ক্রল করে প্লাগ-ইন সেকশন পর্যন্ত আসুন
৩. এখান থেকে Let me choose when to run plugin content নির্বাচন করে দিন
ফায়ারফক্সে অটো প্লে বন্ধ করতে হলে১. ইউআরএল বারে about:config টাইপ করুন
২. ওয়ার্নিং দেখালে সম্মতি দিন
৩. সার্চ বক্সে ‘autoplay’ লিখুন
৪. এখানে প্রিফারেন্সে media.autoplay.enabled তে ডাবল ক্লিক করতে হবে
ইন্টারনেট এক্সপ্লোরারে অটো প্লে বন্ধ করতে
১. ব্রাউজার উইন্ডো থেকে সেটিংসে যেতে হবে
২. ক্লিক করুন Safety তে
৩. এরপর ActiveX Filtering অপশনে ক্লিক করে ফিল্টারিং চালু করে দিন।
ফেসবুকের অটো প্লে ভিডিও যেভাবে বন্ধ করবেন
ডেস্কটপে ফেসবুকের অটোপ্লে বন্ধ করতে হলে ফেসবুকের সেটিংস থেকে ভিডিও অপশনে যাবেন। এখানে দুটি অপশন পাবেন। দ্বিতীয়টি ভিডিও অটোপ্লে অপশন। এটি ডিফল্ট থাকে। এটি অফ বা অন করতে পারবেন।
অ্যান্ড্রয়েডে তিন লাইন বা হামবার্গার চিহ্নিত সেটিংস মেনুতে যান। সেখানে অ্যাপ সেটিংসে গিয়ে ভিডিও অটো প্লে বন্ধ করে দিতে পারেন।
আইফোনে হ্যামবার্গার বা মোর বাটন থেকে স্ক্রল করে অ্যাকাউন্ট সেটিংসে যান। এখান থেকে ভিডিও অ্যান্ড ফটোজে সিলেক্ট করে এটি বন্ধ করে দিতে পারেন। আইপ্যাডে মেনু থেকে সেটিংসে গিয়ে ভিডিওতে যান এবং সেখান থেকে অটোপ্লে বন্ধ করার অপশন পাবেন।
No comments:
Post a Comment