২০১৭ সালের সেরা ১০টি আবিষ্কার! - All Technology

This is a Technology Blog site.If you have a desire to learn, but a repository of knowledge for you to this page.Now that the technology will continue to become more self-reliant development of the last corner.I will attempt to present something new for everyone.

Recent Posts

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 20, 2017

২০১৭ সালের সেরা ১০টি আবিষ্কার!


বিজ্ঞান ও প্রযুক্তির জগতে এক অবিস্মরণীয় বছর ২০১৭।  মহাকাশ গবেষণা থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান হয়ে পদার্থ-রসায়ন এমনকি সেলফি তোলার ক্ষেত্রেও রয়েছে আবিষ্কারের সাফল্যের ছড়াছড়ি! এ বছরের এমনই ১০টি সাড়া জাগানো আবিষ্কার নিয়ে এই লেখাটি।

360-Degree Selfie

২০১৩ সালে অক্সফোর্ড ডিকশনারি বছরের সেরা শব্দ নির্বাচিত করেছিল “Selfie”কে! মানুষ প্রতিদিন গড়ে দশ লাখেরও বেশি সেলফি তুলে বিশ্বজুড়ে! সেলফির এই বিপুল জনপ্রিয়তার যুগে নতুন ধারা নিয়ে আসবে ৩৬০-ডিগ্রি সেলফি, বা উপর-নিচ, সামনে-পিছনে চারিদিক নিয়ে তোলা সেলফি। সাধারণত ৩৬০-ডিগ্রি ছবি তুলতে গেলে বেশ কয়েকবার অনেক রকম কায়দা করে তুলতে হয়।


এক ক্লিকে একবারেই ৩৬০-ডিগ্রি ছবি তোলার মতো প্রযুক্তি এখনো নেই। কিন্তু সম্প্রতি হার্ভার্ডের গবেষকদের তৈরি নতুন ক্যামেরা এখন থেকে দেবে এমনই এক সুযোগ! ২০১৭ সালের অন্যতম জনপ্রিয় আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে ৩৬০-ডিগ্রি সেলফিকে।


Reinforcement Learning

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্প্রতি অনেক মাতামাতি হচ্ছে বিজ্ঞানের দুনিয়ায়। কিছুদিন আগেই একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে- ফেসবুকের উদ্ভাবিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা “AI” নিজে নিজে একটি ভাষা তৈরি করে ফেলেছে এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় ফেসবুক “AI”কে ধ্বংস করে ফেলেছে!
Reinforcement Learning হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি আবিষ্কার। এই প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার নিজেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনেক কিছু নিজে থেকেই শিখে নিচ্ছে যেটা মানুষের পক্ষে প্রোগ্রামিং করে শেখানো সম্ভব না। প্রযুক্তিটি মূলত কম্পিউটার ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে বর্তমানে।



Practical Quantam Computer

“কোয়ান্টাম কম্পিউটার” নিয়ে বহু আগে থেকেই বৈজ্ঞানিক কল্পকাহিনীতে রয়েছে নানা জল্পনা-কল্পনা। ০, ১ ভিত্তিক ডিজিটাল কিংবা এনালগ সিস্টেম এর বাইরে গিয়ে “কোয়ান্টাম বিটস” এর ব্যবহারে তৈরি হতে পারে অসম্ভব ক্ষমতাধর এই কম্পিউটার, কিন্তু এখন পর্যন্ত এটি ধারণার মাঝেই সীমাবদ্ধ রয়েছে।
গুগল এবং ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলো অনেকদিন ধরেই এর পেছনে গবেষণা করে আসছে। সম্প্রতি বিজ্ঞানীরা এর মূলনীতি ও কাঠামো আবিষ্কার করেছেন, যার মাধ্যমে তাঁরা সত্যিকার কোয়ান্টাম কম্পিউটার তৈরীর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন! ধারণা করা যায় ৪-৫ বছরের মাঝেই তৈরী হবে কোয়ান্টাম কম্পিউটার।

Reversing Paralysis

প্যারালাইসিস বা পক্ষাঘাত ভয়াবহ একটি রোগ হিসেবে পরিচিত। শরীর অসাড় হয়ে যাওয়ার এই রোগটি নিয়ে সবার মনেই একটি ভয় কাজ করে। মস্তিষ্কের “স্পাইনাল কর্ড” ক্ষতিগ্রস্থ হয়ে মস্তিষ্কের কোন অংশের কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়াকে প্যারালাইসিস হিসেবে চিহ্নিত করা হয়। পক্ষাঘাতে আক্রান্ত রোগী দেহের আক্রান্ত অংশের নিয়ন্ত্রণ ক্ষমতা হারান, কারণ মস্তিষ্ক সেখানে নিউরনের মাধ্যমে সংকেত পৌঁছাতে পারে না, ফলে দেহের সেই অংশটি সারাজীবনের জন্য বিকল হয়ে যায়!
একবার পক্ষাঘাতে আক্রান্ত হলে সেটি পুরোপুরি সারিয়ে তোলার কোন চিকিৎসা নেই। কিন্তু আশা জাগাচ্ছেন ফ্রেঞ্চ নিউরোসায়েন্টিস্ট Grégoire Courtine ও তাঁর দলের গবেষণা। তাঁদের উদ্ভাবিত প্রযুক্তির সাহায্যে পক্ষাঘাত রোগীদের সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব হয়েছে!


                           

এক্ষেত্রে মস্তিষ্কে বিভিন্ন সংকেত পাঠানো যায় এমন তারযুক্ত যন্ত্র বসানো হয়, যার মাধ্যমে মস্তিষ্কে উদ্দীপনা পৌঁছানো যায়। মস্তিষ্কের আক্রান্ত অংশ নিস্তেজ থাকে, তাই উদ্দীপিত হলে নিউরন মস্তিষ্কের সংকেত আবার বহন করে নিয়ে যেতে সক্ষম হবে!
গবেষকরা একটি পক্ষাঘাতে আক্রান্ত বানর এবং মানুষের উপর এই পদ্ধতি প্রয়োগ করে সাফল্য পেয়েছেন। কিন্তু এক্ষেত্রে বড় একটি সমস্যা- মস্তিষ্কে তারপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। তাই Grégoire Courtine এবং তার দল এখন তারহীন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছেন। আগামী ১০-১৫ বছরের ভেতর এই পদ্ধতি সাধারণ মানুষের নাগালে চলে আসবে বলেই তাদের প্রত্যাশা।

Self Driving Trucks

নিজে নিজেই চলতে পারে এমন চালকবিহীন গাড়ির কথা আমরা সবাই জানি। তাই মনে হতে পারে চালকবিহীন ট্রাক আর এমন কী আবিষ্কার! কিন্তু চালকবিহীন গাড়ি আর চালকবিহীন ট্রাকের প্রযুক্তিতে বিস্তর ফারাক রয়েছে। গাড়ি মূলত ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হয়।
কিন্তু ট্রাকের ক্ষেত্রে মনে রাখতে হবে- একটি ট্রাক হাজার হাজার কেজি মালামাল বহন করে থাকে! সেজন্য চালকবিহীন গাড়ি বানানোর চেয়ে চালকবিহীন ট্রাক তৈরীর কাজটি তুলনামূলক কঠিন। কিন্তু এবছর বিজ্ঞানীরা চালকবিহীন ট্রাক তৈরী করেছেন এবং চীনে সেগুলো সাফল্যের সাথে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়েছে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা জাগানো এই প্রযুক্তিটি আগামী ৪-৫ বছরের মাঝেই পরিপূর্ণতা পাবে বলে সবার প্রত্যাশা।


Face Pay

উন্নত বিশ্বে সরাসরি টাকা লেনদেনের চল এখন অনেকটাই উঠে গেছে। বাংলাদেশেও এখন অনেক জায়গায় স্মার্ট পেমেন্ট চালু হয়েছে। স্মার্ট পেমেন্ট এর উদ্দেশ্য মূলত প্রযুক্তির সাহায্যে লেনদেনের বিষয়টি আরো সহজ করে তোলা।
কিন্তু এক্ষেত্রেও রয়েছে নানান বিড়ম্বনা- কার্ড হারিয়ে ফেলা, পিন প্রবেশ করিয়ে টাকা তোলা এইসব অনেকের কাছে ঝামেলার মনে হয়। এছাড়া অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সম্প্রতি প্রচুর ক্রেডিট কার্ড জালিয়াতি, প্রতারণার ঘটনা ঘটছে। এ অবস্থার নিরসনে এসেছে নতুন প্রযুক্তি- এখন থেকে নিজের মুখ দেখিয়েই করা যাবে লেনদেনের কাজটি!


নিখুঁতভাবে মানুষের মুখ শনাক্ত করার জন্য এখনকার স্মার্টফোনগুলোই যথেষ্ট। আর ফোন না থাকলেও শনাক্ত করার আলাদা যন্ত্র রয়েছেই। সেই যন্ত্র বা স্মার্টফোনের অ্যাপটি দিয়ে মুখের ছবি তুললে সাথে সাথে সংযুক্ত ব্যাংক একাউন্ট থেকে ক্রেডিট কার্ড Swipe করার মতো স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে রেখে দিবে!
ইতোমধ্যেই চীনের প্রায় ১২০ মিলিয়ন মানুষ Alipay অ্যাপ-এর মাধ্যমে সেবাটি উপভোগ করছে। এখন পর্যন্ত এই “Face pay” পদ্ধতিটি নিয়ে সেখানে কোন সমস্যা ধরা পড়েনি।

Gene Therapy 2.0

জিন থেরাপি সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা রয়েছে। এই প্রযুক্তির আরো উন্নত পদ্ধতিকে বলা হচ্ছে জিন থেরাপি ২.০। বিভিন্ন রকম জিনগত বা বংশানুক্রমিক রোগ প্রতিরোধে এবং জিনগত অসুখ-বিসুখের চিকিৎসায় এ প্রযুক্তি ব্যবহৃত হবে। বিজ্ঞানীরা মনে করছেন এর সাহায্যে হৃদরোগ, ক্যান্সারের মত অসুখও সারিয়ে তোলা সম্ভব হবে।

The Cell Atlas

সৃষ্টির শুরু থেকে মানুষের জিজ্ঞাসা, “আমি কে? কীভাবে তৈরি হলাম? কোথা থেকে আসলাম?”
বিভিন্ন ধর্মগ্রন্থে এর নানারকম ব্যাখ্যা থাকলেও বিজ্ঞান এ ব্যাপারে সবসময়ই অনুসন্ধান করে আসছে। The Cell Atlas মূলত প্রযুক্তির কোন উদ্ভাবন নয়, এটি একটি বায়োলজিক্যাল প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মানুষ কী দিয়ে তৈরী সেটা নিয়ে গবেষণা করা এবং খুঁজে বের করা মানবজাতির শুণ্য অস্তিত্ব।

Botnet Of Things

ইন্টারনেট অফ থিংসের অফলাইন রূপ হচ্ছে বটনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংসের বড় একটি সমস্যা হচ্ছে এক্ষেত্রে অনেকবার নেটওয়ার্কের উপর হ্যাকারদের হামলা হয়েছে। এই ডিজিটাল আক্রমণ প্রতিরোধের জন্য বটনেট তৈরী হয়েছে। এটি সরাসরি নেটওয়ার্কে যুক্ত না থেকে আগে থেকে ডাউনলোড করে রাখা তথ্যানুযায়ী কাজ করবে। ফলে ইন্টারনেটে হামলার ঝুঁকি আর থাকবে না।

Hot Solar Cell

সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন খুব জনপ্রিয় একটি প্রযুক্তি। কিন্তু প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে বিশাল মাপের সোলার প্যানেল দরকার হয়, সেজন্য পদ্ধতিটি বেশ ব্যয়বহুল। তাছাড়া আমাদের দেশের “এই রোদ, এই বৃষ্টি” আবহাওয়ায় সৌরবিদ্যুতের উপর ভরসা রাখাও মুশকিল!

এই সমস্যাগুলো দূর করবে হট সোলার প্যানেল। সম্প্রতি আবিষ্কৃত এই হট সোলার সেল সাধারণ সোলার প্যানেলের মতই তাপশক্তিকে আলোকরশ্মিতে রূপান্তরিত করে বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু আকারে ছোট হওয়ার এবং সাধারণ সোলার প্যানেলের থেকে বহগুণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই প্রযুক্তিটি ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে।





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages