ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতাটা দারুণ। সেই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নানা কিছু লেখা হয়, বলা হয়। এটাকে সিরিয়াসলি নেন রোনালদো নিজেও। তবে ইউরো ২০১৬র বাছাই পর্বের ম্যাচ আলবেনিয়ায় খেলতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন রোনালদো। রোনালদোরা তখন ওয়ার্ম আপ করছেন। গ্যালারি থেকে আলবেনিয়ার দর্শকরা "মেসি, মেসি" স্লোগানে কাঁপিয়ে দিতে থাকেন চারদিক।
এমন স্লোগান তুলে আলবেনিয়ার দর্শকরা বিব্রত করতে চেয়েছে রোনালদোকে। কিন্তু রোনালদো তাদের হতাশই করলেন! এমন একটা ভান করলেন যে স্লোগানটা ভালোভাবে শুনতে পাচ্ছেন না। স্লোগানে জোর নেই। আরো জোরে স্লোগান তুলতে আহ্বান জানালেন রোনালদো। দর্শকরাও কম যায় না। তারা "মেসি, মেসি" স্লোগানে মুখর করে রাখলেন চারদিক। ওই ম্যাচটি ১-০ গোলে জেতে পর্তুগিজরা।
এমন স্লোগান তুলে আলবেনিয়ার দর্শকরা বিব্রত করতে চেয়েছে রোনালদোকে। কিন্তু রোনালদো তাদের হতাশই করলেন! এমন একটা ভান করলেন যে স্লোগানটা ভালোভাবে শুনতে পাচ্ছেন না। স্লোগানে জোর নেই। আরো জোরে স্লোগান তুলতে আহ্বান জানালেন রোনালদো। দর্শকরাও কম যায় না। তারা "মেসি, মেসি" স্লোগানে মুখর করে রাখলেন চারদিক। ওই ম্যাচটি ১-০ গোলে জেতে পর্তুগিজরা।
No comments:
Post a Comment