চুক্তি নবায়ন হবে। বার্সেলোনার সাথে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করবেন নেইমার। আর এই চুক্তি নবায়নের কাজটা শুরু হচ্ছে। তেমনটা হওয়ার পর লিওনেল মেসির পর বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ বেতনের খেলোয়াড় হবেন নেইমার।
ব্রাজিলের এই অধিনায়কের দিকে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বিষয়টি বেশিদূর এগোয়নি। বার্সেলোনা বলেছিল, তারা ছাড়বে না নেইমারকে। শোনা যায় ছুটি কাটানোর সময় নেইমার তার বন্ধুদের বলেছিলেন, ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার কথা ভাবছেন তিনি।
বার্সেলোনার বিশ্বাস, ওটা আলাপ আলোচনায় আসার একটি কৌশল নেইমারের। নেইমার পরে জনসমক্ষে বলেছেন, বার্সেলোনা ছাড়ার কোনো কারণ নেই। ইচ্ছেও নেই তার। বার্সাতে সুখে আছেন। সেই সুখ ছেড়ে কোথাও যাবেন না। তবে বেতন দ্বিগুণ হওয়ার সুযোগ আছে নতুন আলোচনায়। নেইমারের বাবা চাচ্ছেন ছেলের বেতন কর দেওয়ার পর সপ্তাহে ২ লাখ পাউন্ড হোক। তাতে বেতনের দিক দিয়ে মেসির পেছনে গিয়ে দাঁড়াবেন নেইমার। ২৩ বছর বয়সী নেইমার ২০১৩ সালের গ্রীষ্মে বার্সায় যোগ দেন। তার চুক্তিতে একটি ক্লজে বলা আছে, তৃতীয় মৌসুমে অবশ্যই চুক্তি নিয়ে নতুন কথা হবে। হবে আপসরফা।
নেইমারের আবার বিজ্ঞাপন বাজারেও খুব চাহিদা। বার্সেলোনার স্পন্সর নাইকির সাথে মাল্টি মিলিয়ন ডলারের এনডর্সমেন্ট তার। মার্কেটিংয়ের জন্য আন্দ্রেস ইনিয়েস্তা, লুই সুয়ারেসদের চেয়ে অনেক এগিয়ে নেইমার। স্প্যানিশ ক্লাবটির অর্থনৈতিক কর্মকর্তা রাউল সানলেহি নিচ্ছেন নেইমারের সাথে আলোচনার দায়িত্ব। জানা যাচ্ছে, নেইমারকে ২০২০ পর্যন্ত চুক্তিতে বাঁধতে চাইছে বার্সেলোনা।
ব্রাজিলের এই অধিনায়কের দিকে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বিষয়টি বেশিদূর এগোয়নি। বার্সেলোনা বলেছিল, তারা ছাড়বে না নেইমারকে। শোনা যায় ছুটি কাটানোর সময় নেইমার তার বন্ধুদের বলেছিলেন, ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার কথা ভাবছেন তিনি।
বার্সেলোনার বিশ্বাস, ওটা আলাপ আলোচনায় আসার একটি কৌশল নেইমারের। নেইমার পরে জনসমক্ষে বলেছেন, বার্সেলোনা ছাড়ার কোনো কারণ নেই। ইচ্ছেও নেই তার। বার্সাতে সুখে আছেন। সেই সুখ ছেড়ে কোথাও যাবেন না। তবে বেতন দ্বিগুণ হওয়ার সুযোগ আছে নতুন আলোচনায়। নেইমারের বাবা চাচ্ছেন ছেলের বেতন কর দেওয়ার পর সপ্তাহে ২ লাখ পাউন্ড হোক। তাতে বেতনের দিক দিয়ে মেসির পেছনে গিয়ে দাঁড়াবেন নেইমার। ২৩ বছর বয়সী নেইমার ২০১৩ সালের গ্রীষ্মে বার্সায় যোগ দেন। তার চুক্তিতে একটি ক্লজে বলা আছে, তৃতীয় মৌসুমে অবশ্যই চুক্তি নিয়ে নতুন কথা হবে। হবে আপসরফা।
নেইমারের আবার বিজ্ঞাপন বাজারেও খুব চাহিদা। বার্সেলোনার স্পন্সর নাইকির সাথে মাল্টি মিলিয়ন ডলারের এনডর্সমেন্ট তার। মার্কেটিংয়ের জন্য আন্দ্রেস ইনিয়েস্তা, লুই সুয়ারেসদের চেয়ে অনেক এগিয়ে নেইমার। স্প্যানিশ ক্লাবটির অর্থনৈতিক কর্মকর্তা রাউল সানলেহি নিচ্ছেন নেইমারের সাথে আলোচনার দায়িত্ব। জানা যাচ্ছে, নেইমারকে ২০২০ পর্যন্ত চুক্তিতে বাঁধতে চাইছে বার্সেলোনা।
No comments:
Post a Comment