একই প্রজন্মের খেলোয়াড় তারা। তাই একজন আরেকজনকে ভালো করতে দেখলে মনের ভেতর ভালো লাগার আলাদা একটা অনুভূতি হয়। লিওনেল মেসিও ব্যতিক্রম নন। ওয়েন রুনিকে স্যার ববি চার্লটনের রেকর্ড ভাঙতে দেখে মেসিও আপ্লুত। রুনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন চারবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী খেলোয়াড় মেসি।
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে ১০৭ ম্যাচে ৫০তম গোল করেছেন ইংল্যান্ডের অধিনায়ক রুনি। তিনি হয়েছেন ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলেছেন স্যার ববি চার্লটনের ৪৫ বছরের পুরণো ৪৯ গোলের রেকর্ডকে। সুইজারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ইউরো ২০১৬ এর বাছাই পর্বের ম্যাচে এই কীর্তি গড়েছেন রুনি।
বার্সেলোনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি দ্রুতই প্রশংসায় ভাসিয়েছেন রুনিকে। বলেছেন, তার মতো আর কেউ নেই ফুটবলে। মেসির ভাষায়, "রুনি আমার কাছে এক প্রজন্মের এক খেলোয়াড়। সে সেইসব বিশেষ খেলোয়াড়দের একজন যার সাথে অন্য কারো তুলনা চলে না।"
ইংলিশ সংবাদপত্র ডেইলি মিররের কাছে মেসি বলেছেন, "অনেক বিশেষ খেলোয়াড় আছে। কিন্তু রুনি মান ও টেকনিক্যাল সামর্থের দিক দিয়ে আমার দেখা অন্যতম শক্তিশালী খেলোয়াড়। যার পরিশ্রমের পরিমাণও বেশি। তার মতো কেউ নেই।" মেসির বিশ্বাস, ইউরো ২০১৬ জয়ের উদ্দীপনায় রুনির গোলের সংখ্যাও বাড়বে। মেসি বলেছেন, "রুনি একজন বিজয়ী। তার লক্ষ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের হয়ে সাফল্য পাওয়া। আমি সব সময় বলেছি আমার ও আর্জেন্টিনার ক্ষেত্রে যে, শিরোপা না জিতলে অনেক ম্যাচ খেলা ও গোলের রেকর্ড গড়া অর্থহীন। যেমনটা আমি বলেছি, ওয়েন একজন বিজয়ী। তার কাছেও দল আগে, ব্যক্তিগত রেকর্ড পরে।"
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে ১০৭ ম্যাচে ৫০তম গোল করেছেন ইংল্যান্ডের অধিনায়ক রুনি। তিনি হয়েছেন ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলেছেন স্যার ববি চার্লটনের ৪৫ বছরের পুরণো ৪৯ গোলের রেকর্ডকে। সুইজারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার ইউরো ২০১৬ এর বাছাই পর্বের ম্যাচে এই কীর্তি গড়েছেন রুনি।
বার্সেলোনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি দ্রুতই প্রশংসায় ভাসিয়েছেন রুনিকে। বলেছেন, তার মতো আর কেউ নেই ফুটবলে। মেসির ভাষায়, "রুনি আমার কাছে এক প্রজন্মের এক খেলোয়াড়। সে সেইসব বিশেষ খেলোয়াড়দের একজন যার সাথে অন্য কারো তুলনা চলে না।"
ইংলিশ সংবাদপত্র ডেইলি মিররের কাছে মেসি বলেছেন, "অনেক বিশেষ খেলোয়াড় আছে। কিন্তু রুনি মান ও টেকনিক্যাল সামর্থের দিক দিয়ে আমার দেখা অন্যতম শক্তিশালী খেলোয়াড়। যার পরিশ্রমের পরিমাণও বেশি। তার মতো কেউ নেই।" মেসির বিশ্বাস, ইউরো ২০১৬ জয়ের উদ্দীপনায় রুনির গোলের সংখ্যাও বাড়বে। মেসি বলেছেন, "রুনি একজন বিজয়ী। তার লক্ষ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের হয়ে সাফল্য পাওয়া। আমি সব সময় বলেছি আমার ও আর্জেন্টিনার ক্ষেত্রে যে, শিরোপা না জিতলে অনেক ম্যাচ খেলা ও গোলের রেকর্ড গড়া অর্থহীন। যেমনটা আমি বলেছি, ওয়েন একজন বিজয়ী। তার কাছেও দল আগে, ব্যক্তিগত রেকর্ড পরে।"
No comments:
Post a Comment