বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন কে টানা ১৮ টি থাপ্পড় খেতে হয়েছিল। অবিশ্বাস্য মনে হলেও কথাটি চরম সত্য।
শনিবার বাংলাদশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপি (অ্যাব)এর আয়োজনে শনিবার সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের নাসির-মুশফিকসহ কয়েক জন তারকা খেলোয়াড়।
সেখানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে হাসিমুখেই নাসির বলেন, বরাবরই দুষ্টু ছিলাম আমি। বিশেষ করে ক্লাস ফাঁকি দিতে সবই করতাম। ক্লাস ফাঁকি দেওয়ার খেসারতও দিতে হয়েছে। একবার তো একটানা ১৮টি থাপ্পড় খেয়েছিলেম। ওসমান গনি স্যার মেরেছিলেন! জীবনের একটা সময়ে যেটি ছিল দারুণ মন খারাপ করা শাস্তি, সেটিই এখন নাসিরের জন্য মজা করে বলার মতো গল্প!
শনিবার বাংলাদশে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপি (অ্যাব)এর আয়োজনে শনিবার সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের নাসির-মুশফিকসহ কয়েক জন তারকা খেলোয়াড়।
সেখানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে হাসিমুখেই নাসির বলেন, বরাবরই দুষ্টু ছিলাম আমি। বিশেষ করে ক্লাস ফাঁকি দিতে সবই করতাম। ক্লাস ফাঁকি দেওয়ার খেসারতও দিতে হয়েছে। একবার তো একটানা ১৮টি থাপ্পড় খেয়েছিলেম। ওসমান গনি স্যার মেরেছিলেন! জীবনের একটা সময়ে যেটি ছিল দারুণ মন খারাপ করা শাস্তি, সেটিই এখন নাসিরের জন্য মজা করে বলার মতো গল্প!
No comments:
Post a Comment