লিওনেল মেসি মানেই আলাদা যাদু। সেই যাদুতে প্রতিপক্ষকে হতাশ হতে হয়। আর মেসির সতীর্থরা হন উদ্দিপ্ত। আর মেসির পাশে খেলা নেইমার নিজেই খুব মুগ্ধ মেসি যাদুতে। স্প্যানিশ লিগে শনিবার বার্সেলোনার ম্যাচ ছিল সাবেক চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের সাথে। প্রতিপক্ষের মাঠেই। সেখানেই মেসির প্রভাবে জিতলো বার্সা। নেইমার যেমন বলেন, মেসি মাঠে আসতেই সবকিছু ভালো হয়ে যায়।
শনিবারের খেলায় মেসি সাইড বেঞ্চ থেকে উঠে আসেন। খেলেন ৩০ মিনিট। আর এই সময়েই ম্যাচের ভাগ্য নিয়ন্তা হয়ে যান তিনি। তার গোলেই আতলেতিকোকে ২-১ গোলে হারায় বার্সা। ফার্নান্দো তরেস দ্বিতীয়ার্ধে ম্যাচের প্রথম গোল করেন। নেইমার ফ্রি কিকে অসাধারণ এক গোল করেন কিছুক্ষণের মধ্যে। খেলায় আসে সমতা। এরপর মাঠে আসেন মেসি। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য শুক্রবার অনুশীলন মিস করেন মেসি।
আর আতলেতিকোর বিপক্ষে ম্যাচে মেসির প্রভাব বোঝাতে নেইমার বলেছেন, "আমরা দ্রুতই সমতা আনতে পেরেছি। এটা ছিল গুরুত্বপূর্ণ। এরপর মেসি এল। সবসময় ব্যবধান গড়ে দেয় সে। আমরা ম্যাচটা তারপর জিতে গেলাম।"
৭৭ মিনিটে লুই সুয়ারেস মেসির জন্য বল বানিয়ে দেন। বাঁ পায়ের যাদুতে গোল করে ফেলেন মেসি। আর তার গোলটি জয়সূচক। বার্সেলোনার ফুল ব্যাক সার্জি রবার্তোও মুগ্ধ মেসিতে। বলেছেন, "লিওর মতো কেউ নেই। সে আবার বাবা হলো। আমাদের সাথে অনুশীলন করতে পারেনি। কিন্তু আজ সেই ম্যাচের ফল ঠিক করে দিল। দলে তাকে পেয়ে আমরা গর্বিত।"
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। আথলেতিক বিলবাও, মালাগা ও আতলেতিকো মাদ্রিদকে হারালো বার্সা। রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে বার্সা। কিন্তু মৌসুমের শুরু বলে অতোটা উচ্ছাস নেই নেইমারের মাঝে। বরং কথা বার্তায় সতর্ক তিনি। নেইমার বলেছেন, "কথা বলার জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে এটা সত্য যে লিগটা ভালোভাবে শুরু করেছি আমরা। আমাদের কাজ ভালো হয়েছে। তিনটি বড় দলের বিপক্ষে জিতেছি।"
শনিবারের খেলায় মেসি সাইড বেঞ্চ থেকে উঠে আসেন। খেলেন ৩০ মিনিট। আর এই সময়েই ম্যাচের ভাগ্য নিয়ন্তা হয়ে যান তিনি। তার গোলেই আতলেতিকোকে ২-১ গোলে হারায় বার্সা। ফার্নান্দো তরেস দ্বিতীয়ার্ধে ম্যাচের প্রথম গোল করেন। নেইমার ফ্রি কিকে অসাধারণ এক গোল করেন কিছুক্ষণের মধ্যে। খেলায় আসে সমতা। এরপর মাঠে আসেন মেসি। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য শুক্রবার অনুশীলন মিস করেন মেসি।
আর আতলেতিকোর বিপক্ষে ম্যাচে মেসির প্রভাব বোঝাতে নেইমার বলেছেন, "আমরা দ্রুতই সমতা আনতে পেরেছি। এটা ছিল গুরুত্বপূর্ণ। এরপর মেসি এল। সবসময় ব্যবধান গড়ে দেয় সে। আমরা ম্যাচটা তারপর জিতে গেলাম।"
৭৭ মিনিটে লুই সুয়ারেস মেসির জন্য বল বানিয়ে দেন। বাঁ পায়ের যাদুতে গোল করে ফেলেন মেসি। আর তার গোলটি জয়সূচক। বার্সেলোনার ফুল ব্যাক সার্জি রবার্তোও মুগ্ধ মেসিতে। বলেছেন, "লিওর মতো কেউ নেই। সে আবার বাবা হলো। আমাদের সাথে অনুশীলন করতে পারেনি। কিন্তু আজ সেই ম্যাচের ফল ঠিক করে দিল। দলে তাকে পেয়ে আমরা গর্বিত।"
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। আথলেতিক বিলবাও, মালাগা ও আতলেতিকো মাদ্রিদকে হারালো বার্সা। রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে বার্সা। কিন্তু মৌসুমের শুরু বলে অতোটা উচ্ছাস নেই নেইমারের মাঝে। বরং কথা বার্তায় সতর্ক তিনি। নেইমার বলেছেন, "কথা বলার জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে এটা সত্য যে লিগটা ভালোভাবে শুরু করেছি আমরা। আমাদের কাজ ভালো হয়েছে। তিনটি বড় দলের বিপক্ষে জিতেছি।"
No comments:
Post a Comment