ফেসবুক ওয়াল জুড়ে সারাদিন ধরে অনেক পোস্ট তো লাইক করেন। কিন্তু এমন অনেক পোস্টও থাকে যা দেখলেই আপনি রেগে আগুন কিংবা নাক সিঁটকানো পরিস্থিতি। মনে মনে ভাবেন, যদি একটা ডিজলাইক (dislike) অপশন থাকত। এবার থেকে যা কিছু আপনার না পসন্দ, তা আপনি সরাসরি প্রকাশ করতে পারবেন। দাপটের সঙ্গে ফ্রেন্ড কে বুঝিয়ে দিতে পারবেন, এটা আপনার পছন্দ নয়। কারণ ফেসবুক এবার নিয়ে আসছে ডিজলাইক (dislike) অপশন। মঙ্গলবার প্রশ্ন-উত্তর পর্বে একথাই জানালেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ।
টেস্টিং-এর জন্য ডিজলাইক (dislike) অপশনটি প্রায় প্রস্তুত বলেও জানালেন তিনি। ২০০৯ সালে প্রথম লাইক (like) অপশনটি আনা হয়। তারপর থেকেই ব্যবহারকারীরা বারবার ডিজলাইক (dislike) অপশনের জন্য অনুরোধ করেছেন। তাই এই সিদ্ধান্ত বলে জানালেন জুকারবার্গ। তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ধরে ডিজলাইক (dislike) অপশন চাইছে। এদিন তিনি সর্বসমক্ষে এই অপশন আনা হচ্ছে বলে স্পষ্ট ঘোষণা করলেন। তিনি আরও বলেন, অন্যদের পোস্টকে অপমান করার জন্য এই সিদ্ধান্ত নেন নি তিনি। তবে অনেক সময় কোনও দুঃখজনক পোস্ট এসে থাকে যা লাইক করা খারাপ দেখায়। সেক্ষেত্রে নতুন এই অপশন ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তিনি।
টেস্টিং-এর জন্য ডিজলাইক (dislike) অপশনটি প্রায় প্রস্তুত বলেও জানালেন তিনি। ২০০৯ সালে প্রথম লাইক (like) অপশনটি আনা হয়। তারপর থেকেই ব্যবহারকারীরা বারবার ডিজলাইক (dislike) অপশনের জন্য অনুরোধ করেছেন। তাই এই সিদ্ধান্ত বলে জানালেন জুকারবার্গ। তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ধরে ডিজলাইক (dislike) অপশন চাইছে। এদিন তিনি সর্বসমক্ষে এই অপশন আনা হচ্ছে বলে স্পষ্ট ঘোষণা করলেন। তিনি আরও বলেন, অন্যদের পোস্টকে অপমান করার জন্য এই সিদ্ধান্ত নেন নি তিনি। তবে অনেক সময় কোনও দুঃখজনক পোস্ট এসে থাকে যা লাইক করা খারাপ দেখায়। সেক্ষেত্রে নতুন এই অপশন ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন তিনি।
No comments:
Post a Comment