বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ রাতে। প্রতিপক্ষ এএস রোমা। কিন্তু এই ম্যাচের আগে বার্সেলোনার ডিফেন্ডার জর্দি আলবা লিওনেল মেসির গুনগান করলেন খুব। বললেন, বিশ্বে এমন কেউ নেই যে কিনা মেসির কাছাকাছি যেতে পারে। তিনি সবার সেরা। এমনকি এগিয়ে তার রিয়াল মাদ্রিদ প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও।
রোনালদো জ্বলছেন। শনিবার লিগের ম্যাচে এসপানিওলের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে রিয়াল। এর ৫ গোলই করেছেন রোনালদো। শুধু তাই নয়। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। দল শাখতার দোনেশকের বিপক্ষে জিতেছে ৪-০ গোলে। তারপরও রোনালদোকে এগিয়ে রাখতে নারাজ আলবা।
"আমরা বাস্তববাদি হলে মেসির সাথে অন্য কারো তুলনা চলে না। বিশ্বের সেরা লিও মেসি-" বলেছেন আলবা। এর সাথে তিনি এনেছেন রোনালদোর প্রসঙ্গও। বলেছেন, "রোনালদো চমৎকার একজন খেলোয়াড়। অনেক গোল করে সে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু মেসি যা করে তা কেউ কখনো করতে পারবে না। লিও যখন মাঠে থাকে সবকিছু বার্সার পক্ষে এসে যায়। অন্যদের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে সে।"
সিরি 'এ' দল রোমার বিপক্ষে প্রাক মৌসুমে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। আর এই দলটিকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৭-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। কিন্তু প্রাক মৌসুম বা অতীতের ম্যাচ নিয়ে আগ্রহ নেই আলবার। তিনি মনে করেন, "ওটা ছিল প্রীতি ম্যাচ। এই ম্যাচের সাথে তার কোনো সম্পর্ক নেই। রোমার থাকবে ভিন্ন প্রেরণা। নিজেদের দর্শকদের সামনে খেলবে। আমাদের নিজেদের স্টাইলেই খেলতে হবে।" এর সাথে তিনি যোগ করেন, "আমার মনে হয়না বায়ার্ন মিউনিখের সেই ম্যাচের প্রভাব এখানে থাকবে। এটা অতীত এখন। বার্সেলোনাও যন্ত্রণার হার হেরেছে। এটাই ফুটবল। অতীত এখানে অতীত।"
চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত বছর জিতেছে ট্রেবল। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্য তাদের। কিন্তু কাজটা যে কতো কঠিন তা আলবা জানেন। ২৬ বছরের এই তারকা বলেছেন, "এখন পর্যন্ত কোনো দল টানা দুই বছর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এটা আমাদের জন্য বাড়তি প্রেরণা। আমাদের ক্লাব সবসময় সবকিছু জিততে চায়। কিন্তু এতে ডুবে থাকলে চলবে না। আবার এই বছর ট্রেবল জেতা যে কষ্টের তা আমরা জানি।"
রোনালদো জ্বলছেন। শনিবার লিগের ম্যাচে এসপানিওলের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে রিয়াল। এর ৫ গোলই করেছেন রোনালদো। শুধু তাই নয়। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। দল শাখতার দোনেশকের বিপক্ষে জিতেছে ৪-০ গোলে। তারপরও রোনালদোকে এগিয়ে রাখতে নারাজ আলবা।
"আমরা বাস্তববাদি হলে মেসির সাথে অন্য কারো তুলনা চলে না। বিশ্বের সেরা লিও মেসি-" বলেছেন আলবা। এর সাথে তিনি এনেছেন রোনালদোর প্রসঙ্গও। বলেছেন, "রোনালদো চমৎকার একজন খেলোয়াড়। অনেক গোল করে সে। দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু মেসি যা করে তা কেউ কখনো করতে পারবে না। লিও যখন মাঠে থাকে সবকিছু বার্সার পক্ষে এসে যায়। অন্যদের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে সে।"
সিরি 'এ' দল রোমার বিপক্ষে প্রাক মৌসুমে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। আর এই দলটিকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৭-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। কিন্তু প্রাক মৌসুম বা অতীতের ম্যাচ নিয়ে আগ্রহ নেই আলবার। তিনি মনে করেন, "ওটা ছিল প্রীতি ম্যাচ। এই ম্যাচের সাথে তার কোনো সম্পর্ক নেই। রোমার থাকবে ভিন্ন প্রেরণা। নিজেদের দর্শকদের সামনে খেলবে। আমাদের নিজেদের স্টাইলেই খেলতে হবে।" এর সাথে তিনি যোগ করেন, "আমার মনে হয়না বায়ার্ন মিউনিখের সেই ম্যাচের প্রভাব এখানে থাকবে। এটা অতীত এখন। বার্সেলোনাও যন্ত্রণার হার হেরেছে। এটাই ফুটবল। অতীত এখানে অতীত।"
চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত বছর জিতেছে ট্রেবল। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্য তাদের। কিন্তু কাজটা যে কতো কঠিন তা আলবা জানেন। ২৬ বছরের এই তারকা বলেছেন, "এখন পর্যন্ত কোনো দল টানা দুই বছর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এটা আমাদের জন্য বাড়তি প্রেরণা। আমাদের ক্লাব সবসময় সবকিছু জিততে চায়। কিন্তু এতে ডুবে থাকলে চলবে না। আবার এই বছর ট্রেবল জেতা যে কষ্টের তা আমরা জানি।"
No comments:
Post a Comment