শেন ওয়ার্ন গড়ে চলেছেন তার সেরা একাদশ। এবার গড়লেন পাকিস্তান দল। ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত খেলা খেলোয়াড়দের মধ্য থেকে দল গড়ে নিয়েছেন তিনি। তার দল গড়ার পেছনে একটি বড় ব্যাপার কাজ করে। আর তা হলো যাদের বিপক্ষে খেলেছেন তাদের দলে রাখেন তিনি। পাকিস্তান দল গড়তে গিয়ে লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি।
পাকিস্তান দলটির অধিনায়ক হিসেবে ওয়ার্ন বেছে নিয়েছেন ওয়াসিম আকরামকে। বতর্মান পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকে দলে রেখেছেন তিনি। কিন্তু রাখেননি মুশতাককে। আফ্রিদি ২৭ টেস্ট খেলেছেন। শেষ খেলেছেন ২০১০ সালে। ৩৬.৫১ গড়ে রান করেছেন ১৭১৬। আর ৩৪.৬ গড়ে উইকেট নিয়েছেন ৪৮টি। মুশতাক ১৯৯০ থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন ৫২ টেস্ট। ৩২.৯৭ গড়ে নিয়েছেন ১৮৫ উইকেট। আফ্রিদির একাদশে জায়গা করে নেওয়ার পেছনে তার লেগ স্পিন অল রাউন্ড নৈপুণ্যই আগে রাখা হয়েছে।
ওয়ার্ন ফেসবুকে লিখেছেন, "অনেক ভালো খেলোয়াড়ই বাদ পড়েছে। এর মধ্যে আছে আমার বন্ধু বিস্ময়কর লেগ স্পিনার মুশতাক আহমেদ। লেগ স্পিনিং অল রাউন্ডার হিসেবে আফ্রিদিকে নিয়েছি। নইলে সাকলাইন মুশতাককে বাদ দিতে হতো।" মুশতাককে দলে রাখতে গেলে ওয়াকার ইউনিস কিংবা শোয়েব আখতারের একজনকে বাদ দিতে হতো বলেও জানিয়েছেন ওয়ার্ন।
বর্তমান পাকিস্তান দলের কেবল ইউনিস খান আছেন ওয়ার্নের একাদশে। পাকিস্তানের হয়ে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্য থেকে আর আছেন আফ্রিদি। ওয়ার্নের একাদশের ওপেনার সাঈদ আজমল ও আমির সোহেল। ইউনিস তিন নম্বরে। চার নম্বরে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ৫ নম্বরে। আফ্রিদি ৬ নম্বরে। ৭ নম্বরে উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান।
গ্রেটেস্ট পাকিস্তান একাদশের পেস আক্রমণের জন্য ওয়ার্ন বেছে নিয়েছেন দুই গ্রেট ওয়াসিম ও ওয়াকারকে। ওয়াকার বর্তমানে পাকিস্তান দলের কোচ। তাদের সাথে আছেন সর্বকালের সেরা দ্রুতগতির বোলার শোয়েব। মাস্টার অব দুসরা অফ স্পিনার সাকলাইন মুশতাক আছেন স্পিনার হিসেবে।
শেন ওয়ার্নের গ্রেটেস্ট পাকিস্তান টেস্ট একাদশ (১৯৯০ থেকে): সাঈদ আনোয়ার, আমির সোহেল, ইউনিস খান, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, শহীদ আফ্রিদি, মঈন খান, ওয়াসিম আকরাম (অধিনায়ক), সাকলাইন মুশতাক, শোয়েব আখতার, ওয়াকার ইউনিস।
পাকিস্তান দলটির অধিনায়ক হিসেবে ওয়ার্ন বেছে নিয়েছেন ওয়াসিম আকরামকে। বতর্মান পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকে দলে রেখেছেন তিনি। কিন্তু রাখেননি মুশতাককে। আফ্রিদি ২৭ টেস্ট খেলেছেন। শেষ খেলেছেন ২০১০ সালে। ৩৬.৫১ গড়ে রান করেছেন ১৭১৬। আর ৩৪.৬ গড়ে উইকেট নিয়েছেন ৪৮টি। মুশতাক ১৯৯০ থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন ৫২ টেস্ট। ৩২.৯৭ গড়ে নিয়েছেন ১৮৫ উইকেট। আফ্রিদির একাদশে জায়গা করে নেওয়ার পেছনে তার লেগ স্পিন অল রাউন্ড নৈপুণ্যই আগে রাখা হয়েছে।
ওয়ার্ন ফেসবুকে লিখেছেন, "অনেক ভালো খেলোয়াড়ই বাদ পড়েছে। এর মধ্যে আছে আমার বন্ধু বিস্ময়কর লেগ স্পিনার মুশতাক আহমেদ। লেগ স্পিনিং অল রাউন্ডার হিসেবে আফ্রিদিকে নিয়েছি। নইলে সাকলাইন মুশতাককে বাদ দিতে হতো।" মুশতাককে দলে রাখতে গেলে ওয়াকার ইউনিস কিংবা শোয়েব আখতারের একজনকে বাদ দিতে হতো বলেও জানিয়েছেন ওয়ার্ন।
বর্তমান পাকিস্তান দলের কেবল ইউনিস খান আছেন ওয়ার্নের একাদশে। পাকিস্তানের হয়ে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্য থেকে আর আছেন আফ্রিদি। ওয়ার্নের একাদশের ওপেনার সাঈদ আজমল ও আমির সোহেল। ইউনিস তিন নম্বরে। চার নম্বরে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ৫ নম্বরে। আফ্রিদি ৬ নম্বরে। ৭ নম্বরে উইকেটকিপার ব্যাটসম্যান মঈন খান।
গ্রেটেস্ট পাকিস্তান একাদশের পেস আক্রমণের জন্য ওয়ার্ন বেছে নিয়েছেন দুই গ্রেট ওয়াসিম ও ওয়াকারকে। ওয়াকার বর্তমানে পাকিস্তান দলের কোচ। তাদের সাথে আছেন সর্বকালের সেরা দ্রুতগতির বোলার শোয়েব। মাস্টার অব দুসরা অফ স্পিনার সাকলাইন মুশতাক আছেন স্পিনার হিসেবে।
শেন ওয়ার্নের গ্রেটেস্ট পাকিস্তান টেস্ট একাদশ (১৯৯০ থেকে): সাঈদ আনোয়ার, আমির সোহেল, ইউনিস খান, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, শহীদ আফ্রিদি, মঈন খান, ওয়াসিম আকরাম (অধিনায়ক), সাকলাইন মুশতাক, শোয়েব আখতার, ওয়াকার ইউনিস।
No comments:
Post a Comment