কেভিন পিটারসেন অনেকটাই ফ্রিল্যান্স ক্রিকেটার। বিশ্বের যেখানে টি-টোয়েন্টি ক্রিকেট সেখানে আছেন তিনি। দেশের পর দেশ ঘুরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন তিনি। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের দরজা বন্ধ। এছাড়া তার উপায়ও নেই। তবে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে তার যথেষ্ট সুনামও আছে। পাকিস্তান সুপার লিগে বড় নাম পিটারসেনও। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে তাদের আসন্ন পাকিস্তান সুপার লিগে থাকছেন পিটারসেন।
লাহোরে একটি অনুষ্ঠান হয়ে গেলো পিএসএলের। সেখানে ভিডিও বার্তায় ২০১৬ পিএসএলে খেলার কথা জানিয়েছেন পিটারসেন। পিটারসেন বলেছেন, "ফেব্রুয়ারিতে পাকিস্তানী মেলার অংশ হতে পারবো ভেবে ভালো লাগছে। শুরু করতে তর সইছে না আমার। মনে হচ্ছে দারুণ একটি প্রতিযোগিতা হবে। অনেক মজা হবে। প্রচুর ছক্কা, অনেক উইকেট, ঠিক যথার্থ টি-টোয়েন্টি। এমন একটি আসরের অংশ হতে রোমাঞ্চিত আমি। দেখা হবে বন্ধুরা।"
পিএসএল জানিয়েছে তাদের সাথে যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন, বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের অল রাউন্ডার গ্র্যান্ট ইলিয়ট, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। পিএসএলের প্রথম আসর বসবে ফেব্রুয়ারিতে। পাঁচটি দল অংশ নেবে। খেলা হবে ২৪টি।
লাহোরে একটি অনুষ্ঠান হয়ে গেলো পিএসএলের। সেখানে ভিডিও বার্তায় ২০১৬ পিএসএলে খেলার কথা জানিয়েছেন পিটারসেন। পিটারসেন বলেছেন, "ফেব্রুয়ারিতে পাকিস্তানী মেলার অংশ হতে পারবো ভেবে ভালো লাগছে। শুরু করতে তর সইছে না আমার। মনে হচ্ছে দারুণ একটি প্রতিযোগিতা হবে। অনেক মজা হবে। প্রচুর ছক্কা, অনেক উইকেট, ঠিক যথার্থ টি-টোয়েন্টি। এমন একটি আসরের অংশ হতে রোমাঞ্চিত আমি। দেখা হবে বন্ধুরা।"
পিএসএল জানিয়েছে তাদের সাথে যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, সুনিল নারিন, বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের অল রাউন্ডার গ্র্যান্ট ইলিয়ট, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। পিএসএলের প্রথম আসর বসবে ফেব্রুয়ারিতে। পাঁচটি দল অংশ নেবে। খেলা হবে ২৪টি।
No comments:
Post a Comment