রোমান সেনাদের একটি ঘাঁটি ছিল রাইন নদীর তীরে। বর্তমান জার্মানিতে সেই এলাকায় অনুসন্ধানে পাওয়া যায় পুরনো আমলের ডাইসের সন্ধান। পরীক্ষায় জানা যায়, প্রায় ১৯০০ বছর আগে ব্যবহৃত হত এ ডাইস।
ফ্র্যাংকফুর্ট থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণে জার্মান শহর গার্নসহেইম থেকে ডাইসটি আবিষ্কৃত হয়েছে। এটি খ্রিস্টিয় ১২০ সালের। পরবর্তীতে রোমানদের এ এলাকার ওপর নতুন বসতি স্থাপন করা হয়। এখানেই মাটির নিচে পাওয়া যায় প্রাচীন এ ডাইসটি।
১৮০০ সাল থেকে এ স্থানটি রোমানদের স্থান হিসেবে পরিচিত ছিল। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব ফ্র্যাংকফুর্টের গবেষক ও খনন দলের প্রধান থমাস মউরার বলেন, ‘আমরা এখন জানি, প্রথম শতাব্দী থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত গ্রামীণ গুরুত্বপূর্ণ বসতি বা ভাইকাস ছিল এখানে।’
গত বছর এ এলাকায় খননের পর ডাইসটি পাওয়া যায়। এখানে একটি দুর্গের ভিত্তিও পাওয়া যায়।
এ প্রসঙ্গে মউরার আরো বলেন, ‘আমরা এখানে সত্যিকার সম্পদ খুঁজে পেয়েছি, যেমন দুর্লভ হুক, কিছু মুক্তা, বোর্ড গেমের উপাদান (ডাইস, খেলার উপকরণ) ও হাড় দিয়ে তৈরি নারীমূর্তি।
১৮০০ সাল থেকে এ স্থানটি রোমানদের স্থান হিসেবে পরিচিত ছিল। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব ফ্র্যাংকফুর্টের গবেষক ও খনন দলের প্রধান থমাস মউরার বলেন, ‘আমরা এখন জানি, প্রথম শতাব্দী থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত গ্রামীণ গুরুত্বপূর্ণ বসতি বা ভাইকাস ছিল এখানে।’
গত বছর এ এলাকায় খননের পর ডাইসটি পাওয়া যায়। এখানে একটি দুর্গের ভিত্তিও পাওয়া যায়।
এ প্রসঙ্গে মউরার আরো বলেন, ‘আমরা এখানে সত্যিকার সম্পদ খুঁজে পেয়েছি, যেমন দুর্লভ হুক, কিছু মুক্তা, বোর্ড গেমের উপাদান (ডাইস, খেলার উপকরণ) ও হাড় দিয়ে তৈরি নারীমূর্তি।
No comments:
Post a Comment