ক্রিকেট, ফুটবলসহ অ্যাথলেটিকসের বিভিন্ন শাখার খেলোয়াড়রা ক্ষমতা বাড়ানোর জন্য নিষিদ্ধ দ্রব্য সেবন করেছেন কি-না যাচাই করার জন্য হরহামেশাই ডোপ টেস্ট করা হয়ে থাকে। কিন্তু এবার ভিডিও গেইম টুর্নামেন্টেও চালু হচ্ছে একই পরীক্ষা।
বিবিসি জানিয়েছে, ভিডিও গেইম টুর্নামেন্ট ইলেকট্রনিকস স্পোর্টস লিগ (ইএসএল)-এর এক শীর্ষ গেইমার পারফর্মেন্স বাড়ানোর জন্য মাদক নেওয়ার কথা স্বীকার করার পর অ্যান্টি-ডোপিং স্কিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোরি ফ্রিসেন নামের ওই গেইমার মার্চ মাসের এক টুর্নামেন্টে ক্ষমতাবর্ধক ওষুধ অ্যাডেরাল নেওয়ার কথা স্বীকার করেছেন সম্প্রতি।
ইএসএল জানিয়েছে তারা এই বিষয়ে একটি যথাযথ নীতিমালা তৈরিতে ওয়ার্ল্ড ‘অ্যান্টি-ডোপিং’ এজেন্সির সঙ্গে কাজ করছে। অন্যদিকে ভিডিও গেইম বিশেষজ্ঞ ডোপিংকে ভিডিও গেইমিংয়ের জগতে ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
অ্যাডেরাল সাধারণত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ। তবে অনেক খেলোয়াড়ই প্রতিক্রিয়ার সময় কমাতে ও মনোযোগ বাড়াতে অবৈধভাবে ওই ওষুধ সেবন করেন।
No comments:
Post a Comment