অক্টোবর নয়, পয়লা ডিসেম্বর মুক্তি পাবে ভিডিও গেইম নির্মাতা ইউবিসফটের তৈরি নতুন শুটিং গেইম ‘রেইনবো সিক্স সিজ’। গেইমটির আলফা সংস্করণ, আর ডেমো নিয়ে ভক্ত গেইমারদের প্রতিক্রিয়ার ভিত্তিতে গেইমটিতে কিছু পরিবর্তন আনার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে গেইমিটির মুক্তির দিন।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ইউবিসফট গেইমটি মুক্তির দিন পেছানো ঘোষণা আর এর কারণ ব্যাখ্যা করেছে এক ব্লগ পোস্টের মাধ্যমে।
“আমাদের স্টুডিওতে গেইমটি নিয়ে পরীক্ষা চালানো হয়েছে। আলফা সংস্করণ, ই৩ এবং গেইমসকমে দেখানো ডেমোর ব্যাপারে ভক্তদের প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গেইমটি ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার পর তাদের প্রতিক্রিয়া আমাদের গেইমটি আরও উন্নত করতে সাহায্য করে। এই পর্যন্ত এই প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।”-- বলা হয়েছে ইউবিসফটের ব্লগ পোস্টে।
গেইমারদের প্রতিক্রিয়া আর চাহিদার ভিত্তিতেই গেইমটির মুক্তির দিন পিছিয়ে দিয়েছে ইউবিসফট। বাড়তি সময়ের মধ্যে গেইমটির বিভিন্ন মিশন, অস্ত্র আর অন্যান্য গ্যাজেট ‘ফাইন-টিউন’ করবে প্রতিষ্ঠানটি। পরিবর্তন আসবে গেইমটির মেনু ও ইন্টারফেইসেও।
No comments:
Post a Comment