এখন আইফোন আর আইপ্যাডেই খেলা যাবে জনপ্রিয় সিঙ্গেল প্লেয়ার রোল-প্লেয়িং ভিডিও গেইম ‘ফাইনাল ফ্যান্টাসি ৭’। বুধবার আইওএস ডিভাইসের জন্য গেইমটি উন্মুক্ত কথা ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান স্কয়ার এনিক্স।
‘ফাইনাল ফ্যান্টাসি ৭’-এর আইওএস সংস্করণ উন্মুক্ত হওয়ায় ভক্ত গেইমাররা বেশ খুশি বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। “ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ! আমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছি।”-- এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান এক গেইমার।
পিসি সংস্করণের সঙ্গে গেইমটির আইওএস সংস্করণের বেশ মিল রয়েছে বলে জানিয়েছে সিনেট। মোবাইল ডিভাইসে গেইমটি খেলা আরও সহজ করতে ছোট ছোট কিছু পরিবর্তন এনেছেন নির্মাতারা। টাচস্ক্রিনে গেইমের চরিত্রগুলোর নিয়ন্ত্রণ সহজ করতে ঢেলে সাজানো হয়েছে কন্ট্রোলারের নকশা।
অন্যদিকে গেইমটির মোবাইল সংস্করণের কিছু ফিচার বিতর্কের জন্ম দিচ্ছে বলে জানিয়েছে সিনেট। যেমন, এতে ম্যাক্স-স্ট্যাটাস কমান্ড অপশন রাখা হয়েছে যা দিয়ে সবগুলো চরিত্রকে এক লাফে ৯৯ লেভেলে নিয়ে যাওয়া যায়।
আইওএস ডিভাইসে গেইমটি খেলার জন্য গেইমারদের খরচ করতে হবে ১৫.৯৯ মার্কিন ডলার। আইফোন ৬, আইফোন ৬ প্লাস বা আইপ্যাড ২-এর মতো অ্যাপলের নতুন ডিভাইসগুলোতে গেইমটি সবচেয়ে ভালোভাবে খেলা যাবে বলে জানিয়েছে সিনেট।
No comments:
Post a Comment