ফার্স্ট পার্সন শুটিং গেইম কল অফ ডিউটির প্লেস্টেশন ৪-এর ব্ল্যাক অপস ৩ মাল্টিপ্লেয়ার বেটা সংস্করণের পরিধি আগের চেয়ে বাড়ানো হচ্ছে। গেইমটিতে যোগ হবে নতুন ম্যাপ আর নানা নতুন ফিচার।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, গেইমটির বেটা সংস্করণে ২১ অগাস্ট থেকে নতুন কনটেন্ট যোগ হবে বলে ঘোষণা দিয়েছে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ট্রেয়ার্ক।
নতুন করে যোগ হওয়া কনটেন্ট মিলিয়ে ব্ল্যাক অপস ৩-এর গেইমিং মোডের সংখ্যা বেড়ে পৌঁছাবে ৮-এ। নতুন ‘স্ট্রংহোল্ড’ ম্যাপ মিলিয়ে ম্যাপের সংখ্যা দাঁড়াবে ৪-এ। সেই সঙ্গে যোগ হচ্ছে লেভেল ৩৪, যাতে আনলক হবে ভিএমপি এসএমজি, রিপার স্পেশালিস্ট আর পাওয়ার কোর স্কোরস্ট্রিক।
চলতি বছর ১৯ অগাস্ট থেকে প্লেস্টেশন ৪-এর জন্য ব্ল্যাক অপস ৩ মাল্টিপ্লেয়ার বেটা সংস্করণ উন্মুক্ত করা হয়। ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে এক্সবক্স ওয়ান আর পিসি গেইমারদের জন্য গেইমটি ছাড়া হবে।
প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল স্পাই জানিয়েছে, সব প্ল্যাটফর্মে গেইমটির বেটা সংস্করণের জন্য জায়গা লাগবে ১৫ গিগাবাইট। শুধু পিএস ৪-এর জন্য লাগবে ১২.৫৯ গিগাবাইট।
চলতি বছর ৬ নভেম্বর থেকে সব প্ল্যাটফর্মে গেইমটির চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করার কথা রয়েছে। তবে বেটা সংস্করণের অর্জন গেইমের মূল সংস্করণে কাজে লাগবে না।
No comments:
Post a Comment