জেমস বন্ডের 'জিরো জিরো সেভেন' সিরিজের সর্বশেষ পর্বটির নাম 'স্পেকট্রা'। এ সিনেমায় জেমস বন্ড ব্যবহার করবেন দুর্ধর্ষ কয়েকটি গাড়ি। আর সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই সিনেমায় ব্যবহৃত তিনটি গাড়ি প্রদর্শন করল জাগুয়ার ল্যান্ড রোভার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যাশেবল।
বহুল আলোচিত এ ছবিতে এবার যেসব গাড়ি ব্যবহৃত হয়েছে তার মধ্যে রয়েছে জাগুয়ার ল্যান্ড রোভারের তিনটি গাড়ি। সম্প্রতি ফ্র্যাকফুর্টে স্পেকট্রা তারকা নাওমি হ্যারিস উপস্থাপিত গাড়ি তিনটির মডেল তিনটি হলো জাগুয়ার সি-এক্স৭৫, রেঞ্জ রোভার স্পোর্ট এসভিআর ও উচ্চমাত্রায় মডিফাইড ল্যান্ড রোভার ডিফেন্ডার।
বহুল আলোচিত এ ছবিতে এবার যেসব গাড়ি ব্যবহৃত হয়েছে তার মধ্যে রয়েছে জাগুয়ার ল্যান্ড রোভারের তিনটি গাড়ি। সম্প্রতি ফ্র্যাকফুর্টে স্পেকট্রা তারকা নাওমি হ্যারিস উপস্থাপিত গাড়ি তিনটির মডেল তিনটি হলো জাগুয়ার সি-এক্স৭৫, রেঞ্জ রোভার স্পোর্ট এসভিআর ও উচ্চমাত্রায় মডিফাইড ল্যান্ড রোভার ডিফেন্ডার।
গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে স্পেকট্রাতে ব্যবহৃত জাগুয়ার সি-এক্স৭৫ সুপারকার সবচেয়ে উন্নত জাগুয়ার গাড়ি। এ ছাড়া ল্যান্ড রোভারের এসভিআরটিও সবচেয়ে শক্তিশালী ল্যান্ড রোভার গাড়ি। অস্ট্রেলিয়ার দৃশ্যে গাড়িটি ব্যবহৃত হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিনেমায় ব্যবহৃত ডিফেন্ডার জিপটিতে রয়েছে ৩৭ ইঞ্চি টায়ার, যা তুষারাবৃত্ত পথেও সহজে চলতে সহায়তা করবে।
স্পেকট্রাতে বন্ড গার্ল হিসেবে পর্দা কাঁপাবেন ইতালিয়ান সুন্দরী মনিকা বেলুচি ও লিয়া সেইডাক্স।
স্যাম মেন্ডেজ পরিচালিত ছবিটিতে ব্রিটিশ টপ সিক্রেট এজেন্ট জেমস বন্ড এবার মেক্সিকো সিটিতে একটি ভয়ংকর মিশনে যাবেন। রোমে তার পরিচয় ঘটে লুসিয়ার সঙ্গে। এই নারী এক কুখ্যাত অপরাধীর নিষিদ্ধ বিধবা স্ত্রী। বন্ড নতুন একটি গোপন সংগঠনের সন্ধান পান যার নাম 'স্পেকট্রা'। মানিপেনি এবং কিউ-এর মাধ্যমে বন্ড খুঁজে পান মেডেলিন সোয়ানকে।
২৬ অক্টোবর থেকে বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে মুক্তি পাবে স্পেকট্রা। ড্যানিয়েল ক্রেইগ, মনিকা বেলুচি, লিয়া সেইডাক্স ছাড়াও অভিনয়ে আছেন অ্যান্ড্রু স্কট, রাল্ফ ফিনেস, নাওমি হ্যারিস, বেন উইশো ও জেসপার ক্রিস্টেনসেন।
স্যাম মেন্ডেজ পরিচালিত ছবিটিতে ব্রিটিশ টপ সিক্রেট এজেন্ট জেমস বন্ড এবার মেক্সিকো সিটিতে একটি ভয়ংকর মিশনে যাবেন। রোমে তার পরিচয় ঘটে লুসিয়ার সঙ্গে। এই নারী এক কুখ্যাত অপরাধীর নিষিদ্ধ বিধবা স্ত্রী। বন্ড নতুন একটি গোপন সংগঠনের সন্ধান পান যার নাম 'স্পেকট্রা'। মানিপেনি এবং কিউ-এর মাধ্যমে বন্ড খুঁজে পান মেডেলিন সোয়ানকে।
২৬ অক্টোবর থেকে বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে মুক্তি পাবে স্পেকট্রা। ড্যানিয়েল ক্রেইগ, মনিকা বেলুচি, লিয়া সেইডাক্স ছাড়াও অভিনয়ে আছেন অ্যান্ড্রু স্কট, রাল্ফ ফিনেস, নাওমি হ্যারিস, বেন উইশো ও জেসপার ক্রিস্টেনসেন।
No comments:
Post a Comment