যেকোনো ভক্ত চাইলে পপস্টার জাস্টিন বিবারের সঙ্গে ছবি তুলতে পারবেন। কারণ, সম্প্রতি ২১ বছর বয়সী এই তারকা ঘোষণা দিয়েছেন, ভক্তরা তাকে যে ভালোবাসা এবং সম্মান দেন, তার জন্যে তিনিও কিছু দিতে চান। তবে এ জন্যে ভক্তদের কিছু বিষয় তো মাথায় রাখতেই হবে। বিবার তার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেছেন।
স্ন্যাপচ্যাটের একটি ভিডিও-তে দেখা গেছে, জাস্টিন বিবার মেলবোর্নের বাইরে একটি গাড়ির ভেতর থেকে কথা বলছেন। তবে তার চেহারা দেখা যায়নি। অবশ্য কণ্ঠ স্পষ্ট শোনা গেছে। বিবার ফটোগ্রাফারদের বলছিলেন, ভক্তরা চাইলে তিনি তাদের সঙ্গে ছবি তুলতে পারেন।
তবে ছবি তোলার ক্ষেত্রে তার কিছু মতামত খুলেও বলেছেন বিবার, আমি কারো সঙ্গে ছবি তুলবো কিনা তা নির্ভর করে আপনি আমাকে কিভাবে অনুরোধ করলেন তার ওপর। যদি কেউ দেখেন যে, অনুরোধের পরও আমি ছবি তুলতে চাইছি না, তখন বুঝে নেবেন ওই মুহূর্তে ছবি তোলা আমার পক্ষে সম্ভব নয়। তবে ভক্তরা তাকে যেভাবে পেতে চান, তার সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত তিনি।
আবার কেউ চিৎকার করে গলা ফাটিয়ে যদি আমার সঙ্গে ছবি তুলতে চান এবং এ ক্ষেত্রে যথেষ্ট সম্মান আমি না পাই, তবে আমি ছবি তুলতে চান না। 'কাজেই আমার অনুভূতিগুলোকে সম্মান করুন। আমার প্রতি সেই ব্যবহার করুন যা আপনারা আমার কাছ থেক পেতে চান', বলেন বিবার।
স্ন্যাপচ্যাটের একটি ভিডিও-তে দেখা গেছে, জাস্টিন বিবার মেলবোর্নের বাইরে একটি গাড়ির ভেতর থেকে কথা বলছেন। তবে তার চেহারা দেখা যায়নি। অবশ্য কণ্ঠ স্পষ্ট শোনা গেছে। বিবার ফটোগ্রাফারদের বলছিলেন, ভক্তরা চাইলে তিনি তাদের সঙ্গে ছবি তুলতে পারেন।
তবে ছবি তোলার ক্ষেত্রে তার কিছু মতামত খুলেও বলেছেন বিবার, আমি কারো সঙ্গে ছবি তুলবো কিনা তা নির্ভর করে আপনি আমাকে কিভাবে অনুরোধ করলেন তার ওপর। যদি কেউ দেখেন যে, অনুরোধের পরও আমি ছবি তুলতে চাইছি না, তখন বুঝে নেবেন ওই মুহূর্তে ছবি তোলা আমার পক্ষে সম্ভব নয়। তবে ভক্তরা তাকে যেভাবে পেতে চান, তার সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত তিনি।
আবার কেউ চিৎকার করে গলা ফাটিয়ে যদি আমার সঙ্গে ছবি তুলতে চান এবং এ ক্ষেত্রে যথেষ্ট সম্মান আমি না পাই, তবে আমি ছবি তুলতে চান না। 'কাজেই আমার অনুভূতিগুলোকে সম্মান করুন। আমার প্রতি সেই ব্যবহার করুন যা আপনারা আমার কাছ থেক পেতে চান', বলেন বিবার।
No comments:
Post a Comment