মহা জনপ্রিয় 'এক্স-মেন' সিরিজের উলভারিন চরিত্রের জন্যে শেষবারের মতো দুই হাতে ধাতব নখ ধারণ করবেন হাগ জ্যাকম্যান। 'উলভারিন ৩'-এর মাধ্যমে এ ছবির নায়ক হিসেবে অবসর নেবেন তিনি। কিন্তু তাকে ছাড়া আর কে আছেন, যিনি কিনা মানুষের মনে জনপ্রিয় এক পাশবিক চরিত্রকে ফুটিয়ে তুলবেন?
বিকল্পজনের প্রশ্ন জ্যাকম্যানকেই বার বার করা হয়েছিল? জবাবও দিয়েছেন তিনি। বলেছেন, 'ম্যাড ম্যাক্স : ফিউরি রোড' তারকা টম হার্ডি হতে পারেন তার স্থানের সঠিক বাছাই।
৪৬ বছর বয়সী উলভারিন বলেন, টম হার্ড এক গ্রেট উলভারিন হবেন। তার বয়সও আমার চেয়ে কম। এ চরিত্রের পেছনে আমি অনেক কিছু করেছি। আমার স্থলাভিষিক্ত হওয়াটা যেন খুব কঠিন হয়, তাও মনে মনে চাইতাম আমি। তবে উলভারিন হিসেবে আরো একটি ছবিতে আছি আমি। তাই আগামী উলভারিন সম্পর্কে আমিও ভাবছি।
২০০০ সালের ব্যাপক জনপ্রিয় সিনেমা 'এক্স-মেন'-এর উলভারিন চরিত্রের লোগান হিসেবে পর্দায় আসেন জ্যাকম্যান। তখন থকেই পরবর্তী ৫টি ছবিতে এ চরিত্রে আছেন তিনি।
বিকল্পজনের প্রশ্ন জ্যাকম্যানকেই বার বার করা হয়েছিল? জবাবও দিয়েছেন তিনি। বলেছেন, 'ম্যাড ম্যাক্স : ফিউরি রোড' তারকা টম হার্ডি হতে পারেন তার স্থানের সঠিক বাছাই।
৪৬ বছর বয়সী উলভারিন বলেন, টম হার্ড এক গ্রেট উলভারিন হবেন। তার বয়সও আমার চেয়ে কম। এ চরিত্রের পেছনে আমি অনেক কিছু করেছি। আমার স্থলাভিষিক্ত হওয়াটা যেন খুব কঠিন হয়, তাও মনে মনে চাইতাম আমি। তবে উলভারিন হিসেবে আরো একটি ছবিতে আছি আমি। তাই আগামী উলভারিন সম্পর্কে আমিও ভাবছি।
২০০০ সালের ব্যাপক জনপ্রিয় সিনেমা 'এক্স-মেন'-এর উলভারিন চরিত্রের লোগান হিসেবে পর্দায় আসেন জ্যাকম্যান। তখন থকেই পরবর্তী ৫টি ছবিতে এ চরিত্রে আছেন তিনি।
No comments:
Post a Comment