দুই ম্যানচেস্টার লড়বে জার্মানদের বিপক্ষে, রোনালদোর লক্ষ্য রেকর্ড - All Technology

This is a Technology Blog site.If you have a desire to learn, but a repository of knowledge for you to this page.Now that the technology will continue to become more self-reliant development of the last corner.I will attempt to present something new for everyone.

Recent Posts

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, September 29, 2015

দুই ম্যানচেস্টার লড়বে জার্মানদের বিপক্ষে, রোনালদোর লক্ষ্য রেকর্ড

ইউরো চ্যাম্পিয়ন্স লিগে বুধবার লড়াইয়ে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ম্যানচেস্টার জায়ান্ট ক্লাব। এদিন মালমো সফরকারী রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর লক্ষ্য থাকবে গোলের রেকর্ড ভেঙ্গে দেয়া।
সুইডেনের মালমোতে বুধবার অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জয়লাভের মাধ্যমে রিয়াল চাইবে টানা দ্বিতীয় জয়টি নিশ্চিত করতে। সুইডব্যাংক স্টাডিয়নের ম্যাচে স্প্যানিশ ক্লাবটির ফুটবল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর প্রধান লক্ষ্য থাকবে গোল আদায়ের মাধ্যমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিতে নিজেকে প্রতিষ্ঠিত করা।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে শাখতার দোনেৎস্ককে। ওই ম্যাচে হ্যাট্রিক করেন রোনালদো। পুর্তাগালের এই সুপার স্টার লা লিগায় দুর্ভাগ্যজনকভাবে তিনটি ম্যাচ খেলেছেন কোন গোল ছাড়াই। তবে ক্লাবের হয়ে রাউলের ৩২৩ গোলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ভাংতে পারবেন বলেই প্রত্যাশা তার। ওই রেকর্ড থেকে বর্তমানে দুই গোলে পিছিয়ে আছেন রোনালদো।
এদিকে সুইডেনের এই ম্যাচে অংশগ্রহণ না করতে পারেন ইনজুরিতে আক্রান্ত জেমস রদ্রিগুয়েজ ও গ্যারেথ বেল। আগামী রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সিটি ডার্বিতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। রাফা বেনিতেজের দলটি চলতি মৌসুমে এখনো অপরাজিত থাকলেও মালমো তাদের সূচনা ম্যাচটিতেই হেরেছে পিএসজি’র কাছে। গত শনিবার ঘরোয়া ফুটবল লিগে হালমাসটাডের সঙ্গে গোল শূন্য ড্র করার পর তারা পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে ২-০ গোল হার মেনেছিল সুইডেনের ক্লাবটি।
এদিন জার্মানির উলফসবার্গকে আতিথেয়তা দেবে ইংলিশ প্রিমিয়ারের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বি গ্রুপ থেকে নিজেদের সূচনা ম্যাচে ইউনাইটেড দুর্ভাগ্যজনকভাবে ২-১ ব্যবধানে হার মেনেছিল পিএসভি আইন্দোভেনের কাছে। তবে নিজেদের মাঠে উলফসবার্গের বিপক্ষে ভাল ফল প্রত্যাশা করছে রেড ডেভিলসরা।
সপ্তাহের শেষভাগে প্রিমিয়াল লিগে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড। অপরদিকে বুন্দেসলিগার গত আসরের রানার্স আপ-উলফসবার্গ একাধিক ব্যর্থতাকে সঙ্গী করে ইংল্যান্ড সফরে এসেছে। সপ্তাহ শেষে হ্যানোভারের সঙ্গে ডার্বি ম্যাচে ১-১ গোলে ড্র করার আগে তারা ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখের কাছে। দলটি সর্বশেষ ওল্ড ট্রাফোর্ড সফর করেছিল ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর। এ সময় মাইকেল ক্যারিকের জয়সূচক গোলে স্বাগতিক ইউনাইটেড জয় পেয়েছিল ২-১ গোলে।
বুধবার জার্মানির আরেক ক্লাব মোয়েনচেনগ্ল্যাডব্যাচের মোকাবেলা করবে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ইউনাইটেডের নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাবের আতিথেয়তা নেয়া সিটির ওপরই এদিন বেশি চাপ থাকবে। কারণ ম্যানুয়েল পেলিগ্রিনির দলটি তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হার মেনেছে ইতালিয় প্রতিপক্ষ জুভেন্টাসের কাছে। প্রিমিয়ার লিগে দারুণ সূচনা করা সিটি হঠাৎ করেই যেন মিইয়ে গেছে মাঝপথে এসে। হেরে বসেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড ও টোটেনহ্যাম হটস্পারের কাছে। দলের এমন অবস্থায় মরার উপর খরার ঘায়ের মত জেকে বসেছে ইনজুরি। জো হার্ট, ভিনসেন্ট কোম্পানি এবং ডেভিড সিলভাকে গ্রাস করেছে ইনজুরি। এদিকে মোয়েনচেনগ্ল্যাডব্যাচ ও হার দিয়ে শুরু করেছে তাদের ইউরো মিশন। নিজেদের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে পরাজয় বরণ করেছে সেভিয়ার কাছে। ঘরোয়া লিগে তাদের অবস্থা আরো খারাপ। বুন্দেসলিগায় প্রথম ৫ ম্যাচের সবকটিতে পরাজয় বরণ করার পর কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন লুসিয়েন ফ্যাবরি। তবে অন্তঃবর্তীকালিন কোচ আন্দ্রে স্কুবার্টের অধীনে এসে ১৯৭৭ সালের ইউরোপীয় কাপ ফাইনালিস্টরা পরবর্তীতে পর পর দুই ম্যাচে জয় পেয়েছে যথাক্রমে আহসবার্গ ও ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে।
একই দিন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক বনাম ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), রাশিয়ার সিএসকেএ মস্কো বনাম হল্যান্ডের পিএসভি আইন্দোভেন, কাজিকিস্তানের এস্তানা বনাম তুরস্কের গ্যালাতাসারে, স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম পর্তুগালের বেনিফিকা এবং ইতালির জুভেন্টাস বনাম স্পেনের সেভিয়া। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages