ত সপ্তাহে টোকিও ওপেনের শিরোপা লাভের পুরস্কারস্বরুপ পোল্যান্ডের তারকা আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা সদ্য প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছেন। ছয় ধাপ উপরে উঠে আবারো শীর্ষ দশে ফিরে আসলেন এই পোলিশ তারকা।
উইম্বলডন, রোলা গ্যাঁরো ও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে থাকা সিমোনা হালেপের থেকে তার র্যাঙ্কিং পয়েন্ট দ্বিগুনেরও বেশী।
এবারের র্যাঙ্কিংয়ের আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে হালেপের রোমানিয়ান সতীর্থ ইরিনা বেগুর। গত সপ্তাহে সিউল ওপেনের জেতার কারনে তিন ধাপ উপরে উঠে বর্তমানে তিনি ২৬তম স্থানে রয়েছেন। ফাইনালে তার কাছে পরাজিত বেলারুশের আলিয়াসান্দ্রা সাসনোভিচ ৩৪ ধাপ উপরে উঠে ১০২তম স্থানে অবস্থান করছেন।
শীর্ষ দশে সবচেয়ে বড় পরিবর্তান হয়েছে ক্যারোলিন ওজনিয়াকির অবস্থানের। পাঁচ ধাপ নীচে নেমে বর্তমানে সাবেক এই শীর্ষ বাছাই ড্যানিশ তারকার অবস্থান একাদশতম।
ডব্লিউটিএ র্যাঙ্কিং :
১. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ১১,৫০০ রেটিং পয়েন্ট
২. সিমোনা হালেপ (রোমানিয়া) ৬৭৮০
৩. মারিয়া শারাপোভা (রাশিয়া) ৫৬৯১
৪. পেট্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) ৪৩৯৬
৫. লুসি সাফারোভা চেক প্রজাতন্ত্র) ৩৫২৫
৬. ফ্লাভিয়া পানেত্তা (ইতালি) ৩৩১৭
৭. আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা (পাল্যান্ড) ৩১৯০
৮. গারবিন মুগুরুজা (স্পেন) ৩১১৬
৯. আনা ইভানোভিচ (সার্বিয়া) ৩০৭০
১০. কার্লা সুয়ারেজ নাভারো (স্পেন) ৩০৭০
উইম্বলডন, রোলা গ্যাঁরো ও অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস যথারীতি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে থাকা সিমোনা হালেপের থেকে তার র্যাঙ্কিং পয়েন্ট দ্বিগুনেরও বেশী।
এবারের র্যাঙ্কিংয়ের আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে হালেপের রোমানিয়ান সতীর্থ ইরিনা বেগুর। গত সপ্তাহে সিউল ওপেনের জেতার কারনে তিন ধাপ উপরে উঠে বর্তমানে তিনি ২৬তম স্থানে রয়েছেন। ফাইনালে তার কাছে পরাজিত বেলারুশের আলিয়াসান্দ্রা সাসনোভিচ ৩৪ ধাপ উপরে উঠে ১০২তম স্থানে অবস্থান করছেন।
শীর্ষ দশে সবচেয়ে বড় পরিবর্তান হয়েছে ক্যারোলিন ওজনিয়াকির অবস্থানের। পাঁচ ধাপ নীচে নেমে বর্তমানে সাবেক এই শীর্ষ বাছাই ড্যানিশ তারকার অবস্থান একাদশতম।
ডব্লিউটিএ র্যাঙ্কিং :
১. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ১১,৫০০ রেটিং পয়েন্ট
২. সিমোনা হালেপ (রোমানিয়া) ৬৭৮০
৩. মারিয়া শারাপোভা (রাশিয়া) ৫৬৯১
৪. পেট্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র) ৪৩৯৬
৫. লুসি সাফারোভা চেক প্রজাতন্ত্র) ৩৫২৫
৬. ফ্লাভিয়া পানেত্তা (ইতালি) ৩৩১৭
৭. আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা (পাল্যান্ড) ৩১৯০
৮. গারবিন মুগুরুজা (স্পেন) ৩১১৬
৯. আনা ইভানোভিচ (সার্বিয়া) ৩০৭০
১০. কার্লা সুয়ারেজ নাভারো (স্পেন) ৩০৭০
No comments:
Post a Comment