পায়ের ইনজুরি কাটিয়ে সদ্যই কোর্টে ফিরেছিলেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। সোমবার উহান ওপেনে চেক প্রজাতন্ত্রের অবাছাই বারবোরা স্ট্রাইকোভার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে আবারো নতুন করে ইনজুরিতে পড়েছেন রুশ গ্ল্যামার গার্ল। দ্বিতীয় রাউন্ডে বারবোরা যখন ৬-৭ (১/৭), ৭-৬ (৭/৪), ১-২ গেমে পিছিয়ে ছিলেন তখনই বাম হাতের সমস্যার কারনে ম্যাচ থেকে সড়ে দাঁড়ান শারাপোভা।
গত জুলাই থেকে পায়ের ইনজুরির কারনে কোর্টের বাইরে ছিলেন বিশ্বের তিন নম্বর এই খেলোয়াড়। উইম্বলডনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত ম্যাচটি ছিল তার সর্বশেষ ম্যাচ। এরপর তিনি ইউএস ওপেনসহ তিনটি ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। কিন্তু দীর্ঘ প্রতিক্ষর পরে উহান ওপেনে ফিরে আসলেও বেশীক্ষন তা ধরে রাখতে পারলেন না। ইনজুরি আবারো তাকে কোর্ট থেকে ছিটকে দিয়েছে।
ম্যাচ শেষে শারাপোভা বলেছেন, আমার বাম হাতে ব্যথা অনুভব করায় আর খেলতে পারিনি। সময়ের সাথে সাথে ব্যথা ক্রমশই বেড়ে যাচ্ছিল। ম্যাচের মাঝাামঝি কবে আমি শেষবারের মত ম্যাচ ছেড়েছিলাম তা এখন মনে নেই। এটা কোনভাবেই ভাল কোন অনুভূতি নয়।
এদিকে প্রতিপক্ষ স্ট্রাইকোভা বলেছেন, মারিয়া ম্যাচটি শেষ করতে পারেনি, এটা খুবই দু:খজনক। আমি মনে করি এটা দারুন একটি ম্যাচ ছিল। শারাপোভার বিপক্ষে খেলা কোনসময়ই সহজ নয়। কারন সে বেশ শক্তিশালী টেনিস খেলে। আর সে কারনেই খুব বেশী ভুল করলে ম্যাচ ধরে রাখা কঠিন হয়ে যায়।
সিঙ্গাপুরে বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনাল ছাড়া আর একটি মাত্র বড় টুর্নামেন্ট বাকি রয়েছে, চায়না ওপেন। সেই টুর্নামেন্টের আগে নতুন এই ইনজুরি ভাবিয়ে তুলেছে রাশিয়ান তারকাকে। এর আগে টরেন্টো ও সিনসিনাতি মাস্টার্সের পরে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন শারাপোভা। এ সম্পর্কে তিনি বলেছেন, অবশ্যই সিঙ্গাপুর ও ফেড কাপ আমার কাছে গুরুত্বপূর্ণ। এ কারনে সুস্থ হয়ে ওঠার জন্য যাকিছু প্রয়োজন আমি করার চেস্টা করবো। যদিও জানা নেই কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবো।
গত জুলাই থেকে পায়ের ইনজুরির কারনে কোর্টের বাইরে ছিলেন বিশ্বের তিন নম্বর এই খেলোয়াড়। উইম্বলডনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত ম্যাচটি ছিল তার সর্বশেষ ম্যাচ। এরপর তিনি ইউএস ওপেনসহ তিনটি ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। কিন্তু দীর্ঘ প্রতিক্ষর পরে উহান ওপেনে ফিরে আসলেও বেশীক্ষন তা ধরে রাখতে পারলেন না। ইনজুরি আবারো তাকে কোর্ট থেকে ছিটকে দিয়েছে।
ম্যাচ শেষে শারাপোভা বলেছেন, আমার বাম হাতে ব্যথা অনুভব করায় আর খেলতে পারিনি। সময়ের সাথে সাথে ব্যথা ক্রমশই বেড়ে যাচ্ছিল। ম্যাচের মাঝাামঝি কবে আমি শেষবারের মত ম্যাচ ছেড়েছিলাম তা এখন মনে নেই। এটা কোনভাবেই ভাল কোন অনুভূতি নয়।
এদিকে প্রতিপক্ষ স্ট্রাইকোভা বলেছেন, মারিয়া ম্যাচটি শেষ করতে পারেনি, এটা খুবই দু:খজনক। আমি মনে করি এটা দারুন একটি ম্যাচ ছিল। শারাপোভার বিপক্ষে খেলা কোনসময়ই সহজ নয়। কারন সে বেশ শক্তিশালী টেনিস খেলে। আর সে কারনেই খুব বেশী ভুল করলে ম্যাচ ধরে রাখা কঠিন হয়ে যায়।
সিঙ্গাপুরে বছরের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনাল ছাড়া আর একটি মাত্র বড় টুর্নামেন্ট বাকি রয়েছে, চায়না ওপেন। সেই টুর্নামেন্টের আগে নতুন এই ইনজুরি ভাবিয়ে তুলেছে রাশিয়ান তারকাকে। এর আগে টরেন্টো ও সিনসিনাতি মাস্টার্সের পরে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন শারাপোভা। এ সম্পর্কে তিনি বলেছেন, অবশ্যই সিঙ্গাপুর ও ফেড কাপ আমার কাছে গুরুত্বপূর্ণ। এ কারনে সুস্থ হয়ে ওঠার জন্য যাকিছু প্রয়োজন আমি করার চেস্টা করবো। যদিও জানা নেই কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবো।
No comments:
Post a Comment