প্রথম পাকিস্তান সুপার লিগ ক্রিকেট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে ব্যাপারটি। আরো নির্দিষ্ট করে বললে খেলা হবে দুবাই ও শারজাহতে। খেলা হবে ২০১৬ সালের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। গুঞ্জন ছিল, আরব আমিরাতের ব্যাপারে। যেখানে প্রায় একই সময় মাস্টার্স ক্রিকেট লিগ হবে। তাহলে পিএসএল কিভাবে হবে? সমস্যাটা মিটিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
গত আগস্টে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পিএসএল হবে কাতারের রাজধানী দোহায়। আয়োজকরা তখন জেনেছিল, আরব আমিরাতে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আসর মাস্টার্স ক্রিকেট লিগ বসবে। তাই ওই সময়ে ভেন্যু পাওয়া যাবে না। এখন নিশ্চিত করে জানা গেল, মাস্টার্স ক্রিকেট লিগ হবে শুধু আবু ধাবিতে। অন্য দুই ভেন্যু তাই পিএসএলের জন্য থাকছে। পাকিস্তানের জন্য ২০১০ থেকে সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় হোমের মতো। পাকিস্তানের হোম সিরিজগুলো সব সেখানেই হচ্ছে।
পিএসএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, "পিএসএল এর মধ্যে ব্রডকাস্টার ও প্রডিউসারের জন্য টেন্ডার দিয়েছে। এরপর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে স্পন্সরশিপের টেন্ডার প্রক্রিয়া হবে। নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজি বাছার সময় লাগবে। এরপর বিদেশী ও দেশী খেলোয়াড়দের ড্রাফট করা হবে। দল গড়া হবে।"
৫ দলের টুর্নামেন্ট হবে। কুয়েটা, করাচি, পেশোয়ার, লাহোর ও ইসলামাবাদের দল হবে। পিসিবি জানিয়েছে, এই টুর্নামেন্টের প্রাইজ মানি হবে ১ মিলিয়ন ডলার। খেলোয়াড় নিলাম হবে ডিসেম্বরে। ১ মিলিয়ন ডলারের মধ্যে দলগুলো খেলোয়াড় কিনতে পারবে। ওই টাকার মধ্যেই সাপোর্ট স্টাফ নিয়োগ দিতে হবে। শেঠি বলেছেন, "কোচদের একটা পুলও থাকবে। ওখান থেকেই ফ্রাঞ্চাইজি মালিকরা কোচ বেছে নিতে পারবে।"
গত আগস্টে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, পিএসএল হবে কাতারের রাজধানী দোহায়। আয়োজকরা তখন জেনেছিল, আরব আমিরাতে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের আসর মাস্টার্স ক্রিকেট লিগ বসবে। তাই ওই সময়ে ভেন্যু পাওয়া যাবে না। এখন নিশ্চিত করে জানা গেল, মাস্টার্স ক্রিকেট লিগ হবে শুধু আবু ধাবিতে। অন্য দুই ভেন্যু তাই পিএসএলের জন্য থাকছে। পাকিস্তানের জন্য ২০১০ থেকে সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় হোমের মতো। পাকিস্তানের হোম সিরিজগুলো সব সেখানেই হচ্ছে।
পিএসএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, "পিএসএল এর মধ্যে ব্রডকাস্টার ও প্রডিউসারের জন্য টেন্ডার দিয়েছে। এরপর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে স্পন্সরশিপের টেন্ডার প্রক্রিয়া হবে। নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজি বাছার সময় লাগবে। এরপর বিদেশী ও দেশী খেলোয়াড়দের ড্রাফট করা হবে। দল গড়া হবে।"
৫ দলের টুর্নামেন্ট হবে। কুয়েটা, করাচি, পেশোয়ার, লাহোর ও ইসলামাবাদের দল হবে। পিসিবি জানিয়েছে, এই টুর্নামেন্টের প্রাইজ মানি হবে ১ মিলিয়ন ডলার। খেলোয়াড় নিলাম হবে ডিসেম্বরে। ১ মিলিয়ন ডলারের মধ্যে দলগুলো খেলোয়াড় কিনতে পারবে। ওই টাকার মধ্যেই সাপোর্ট স্টাফ নিয়োগ দিতে হবে। শেঠি বলেছেন, "কোচদের একটা পুলও থাকবে। ওখান থেকেই ফ্রাঞ্চাইজি মালিকরা কোচ বেছে নিতে পারবে।"
No comments:
Post a Comment