এবার ইমোজি কিবোর্ড নিয়ে এল ইউটিউব। ইউটিউবার টম স্কট নিয়ে জনপ্রিয় ইমোজিদের নিয়ে তৈরি করেছেন এ শর্টকাট কিবোর্ড। একসঙ্গে ১৪টি কিবোর্ড ব্যবহার করা হয়েছে এতে।
ইমোজি কিবোর্ডের ভিডিও বিবরণে স্কট বলেন, "গত কয়েক বছরে যা যা তৈরি করেছি তার মধ্যে ইমোজি কিবোর্ড সবচেয়ে মজার। ১৪টি কিবোর্ড ও এক হাজার স্টিকার নিয়ে তৈরি এ রিয়েল-লাইফ কিবোর্ড। ইউনিকোড ৮-এর সবকিছু রয়েছে এতে, তবে নেই ইউনিকোড-৯ এর বৈশিষ্ট্যগুলি। পরের বছর হয়তো আরও একটি কিবোর্ড তৈরি করবো।"
এখন থেকে ইউটিউবে টেক্সটের কাজ সারবে এই ইমোজি কিবোর্ড।
ইমোজি কিবোর্ডের ভিডিও বিবরণে স্কট বলেন, "গত কয়েক বছরে যা যা তৈরি করেছি তার মধ্যে ইমোজি কিবোর্ড সবচেয়ে মজার। ১৪টি কিবোর্ড ও এক হাজার স্টিকার নিয়ে তৈরি এ রিয়েল-লাইফ কিবোর্ড। ইউনিকোড ৮-এর সবকিছু রয়েছে এতে, তবে নেই ইউনিকোড-৯ এর বৈশিষ্ট্যগুলি। পরের বছর হয়তো আরও একটি কিবোর্ড তৈরি করবো।"
এখন থেকে ইউটিউবে টেক্সটের কাজ সারবে এই ইমোজি কিবোর্ড।
No comments:
Post a Comment