প্রথমবারের মতো কেনিয়ায় সামবুরু ন্যাশনাল রিজার্ভ পার্কে থাকা হাতিদের অভয়ারণ্যে চালু করা হয়েছে গুগল স্ট্রিট ভিউ। ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে ৩৬০ ডিগ্রি সুবিধা ব্যবহার করে এ পার্কের হাতিগুলোকে পর্যবেক্ষণ করার সুবিধা যুক্ত হলো। সামবুরু কাউন্টি গভর্নমেন্ট, পার্ক কর্তৃপক্ষ, লেয়া ওয়াইল্ডলাইফ কনসার্ভেন্সি, দ্য ডেভিড শেল্ডরিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টের যৌথ উদ্যোগে ও গুগলের সহায়তায় এ সুবিধাটি যুক্ত হলো। ‘সেভ দ্য এলিফ্যান্টস’ নামের একটি উদ্যোগের অংশ হিসেবে গুগল এ কার্যক্রমে সহায়তা দিচ্ছে বলে জানা গেছে।গবেষণায় দেখা গেছে, আফ্রিকাজুড়ে প্রায় এক লাখ হাতি মারা গেছে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে। তবে ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে সামবুরু ন্যাশনাল রিজার্ভ পার্ক কর্তৃপক্ষ হাতি রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে। পুরো পার্কসহ প্রায় ৬০০-এর বেশি হাতি দেখা যাবে স্ট্রিট ভিউতে। এ ছাড়া হাতিদের নিরাপদ বাসস্থান হিসেবে পার্কের বিভিন্ন বিষয়াদি চোখে পড়বে আগ্রহীদের। এ উদ্যোগের সঙ্গে জড়িত এবং সেভ দ্য এলিফ্যান্টসের ফিল্ড অপারেশনস বিভাগের প্রধান ডেভিড ডাবালেন বলেন, পুরো স্ট্রিট ভিউতে পার্কটি ঘুরে সত্যিকার অর্থেই দারুণ কিছু পাওয়া যাবে। বিশেষ করে হাতিদের অনেক অজানা বিষয়ও জানতে পারবেন আগ্রহীরা। সরাসরি স্ট্রিট ভিউর সহায়তায় হাতিদের দেখা যাবে https://goo.gl/GBGG7H ঠিকানায়।
হাতিদের সুরক্ষায় গুগল স্ট্রিট ভিউর পাশাপাশি গুগল আর্থের সহায়তায় প্রতিটি হাতির চলাচলসহ অবস্থানের বিষয়গুলো নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি হাতির সঙ্গে একটি বিশেষ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবস্থা যুক্ত করেছে সেভ দ্য এলিফ্যান্টস কর্তৃপক্ষ।
যদি কোনো শিকারি কিংবা বিপদের আভাস পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিপদের আশঙ্কা আছে এমন দিকে যেতে বিশেষভাবে বাধা দেওয়া হয় হাতিদের। ১৯৯৮ সাল থেকে আফ্রিকায় ২৬৬-এর বেশি হাতিদের এ পদ্ধতিতে রক্ষা করে আসছে সেভ দ্য এলিফ্যান্টস কর্তৃপক্ষ। একইভাবে ১৯৭৭ সাল থেকে হাতিদের ২৪/৭ পদ্ধতিতে সহায়তা দিচ্ছে ডেভিড শেল্ডরিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট। পুরো বিষয়টি দেখা যাবেhttps://goo.gl/rQJTyU ঠিকানায়।
যদি কোনো শিকারি কিংবা বিপদের আভাস পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিপদের আশঙ্কা আছে এমন দিকে যেতে বিশেষভাবে বাধা দেওয়া হয় হাতিদের। ১৯৯৮ সাল থেকে আফ্রিকায় ২৬৬-এর বেশি হাতিদের এ পদ্ধতিতে রক্ষা করে আসছে সেভ দ্য এলিফ্যান্টস কর্তৃপক্ষ। একইভাবে ১৯৭৭ সাল থেকে হাতিদের ২৪/৭ পদ্ধতিতে সহায়তা দিচ্ছে ডেভিড শেল্ডরিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট। পুরো বিষয়টি দেখা যাবেhttps://goo.gl/rQJTyU ঠিকানায়।
No comments:
Post a Comment