
খাগড়াছড়িতে এই ঠান্ডা ছড়া। ছড়ার ভেতরের পথ প্রায় ৬০০ গজ। কালো পাথরের ঢিপি ধরেই হেঁটে যেতে হবে ছড়ার ভেতর দিয়ে। খুব আরামদায়ক ভ্রমণ তা বলছি না, রোমাঞ্চ যাঁরা ভালোবাসেন, তাঁরাই বরং আসুন।

যদি সময় নিয়ে আসেন, তাহলে আরও দেখতে পাবেন ঠান্ডা ছড়ার পাশে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। সেখানেও কিছু সময় বেড়াতে পারেন। ভালোই লাগবে।
কীভাবে যাবেন
ঢাকার কলাবাগান, ফকিরাপুল, গাবতলী, কমলাপুর থেকে বিভিন্ন বাস ছাড়ে খাগড়াছড়ির উদ্দেশে। খাগড়াছড়ি পৌঁছে নেমে যাবেন শহরের শাপলা চত্বরে। এখান থেকে সিএনজি কিংবা ব্যাটারিচালিত টমটমে করে দীঘিনালা উপজেলা সড়ক দিয়ে চলে যান ধর্মঘর এলাকায়। প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পথ পেরোতে হবে। এখান থেকেই হেঁটে ঠান্ডা ছড়ায় পৌঁছে যাবেন। ধর্মঘরে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই ছড়ার পথ দেখিয়ে দেবে।
এ ছাড়া চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকেও খাগড়াছড়ি চলে আসতে পারেন। খাগড়াছড়ি শহরে রয়েছে থাকা-খাওয়ার মোটামুটি ভালো ব্যবস্থা আছে।
No comments:
Post a Comment