অবশেষে অপেক্ষার অবসান ঘটল। লাইভ অনুষ্ঠানের মাধ্যমে একে একে বেশ কিছু চোখ ধাধানো পণ্য সামনে আনলো প্রযুক্তি পণ্যের এক নাম্বার প্রতিষ্ঠান অ্যাপল। অনুমান প্রকাশ্যে আসবে বহু প্রতীক্ষিত আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাসও। বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে বহু মানুষের ভীড়ে ঠাসা অনুষ্ঠানে এল এ ঘোষণাগুলো। সেখানে কড়া নিরাপত্তা, মাছি গলবারও সুযোগও নেই। সেখানেই সবার চোখের সামনে পর্দায় ভেসে উঠলো নতুন আইফোন। এ অনুষ্ঠানে ঘোষণা দেয়া হল নতুন আইপ্যাড প্রো'র। এতে রয়েছে A9X chip, যার ফলে ব্যবহারকারীরা ডেস্কটপের চেয়েও দ্রুত কাজ করতে পারবেন। এর স্ক্রিন ১২.৯ ইঞ্চি। ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ মিলবে নতুন আইপ্যাডে। ৫.৬ মিলিয়ন পিক্সলের ডিসপ্লে রয়েছে নতুন আইপ্যাডে। অ্যাপেলের সবথেকে আধুনিক ডিসপ্লে। আরও বড়, উন্নত আইপ্যাড প্রকাশ্যে আনল অ্যাপেল। আইপ্যাড প্রো অ্যাপেলের সবথেকে বড় স্ক্রিনের আইপ্যাড। অ্যাপেল স্টোরে মিলবে ১০ হাজার অ্যাপস। আইপ্যাড প্রো-তে মিলবে একগুচ্ছ থার্ড পার্টি অ্যাপ। অ্যাডোবে ফটোশপের সাহায্যে মুহূর্তের মধ্যে মনের মত ছবি ‘এডিট’ করা যাবে আইপ্যাড প্রো-তে। খবরের কাগজের প্রথম পাতার ডিজাইন পেনসিলের সাহায্যে এঁকে ফেল যাবে আইপ্যাডে। মেডিক্যাল পড়ুয়াদের পাঠ দিতে আইপ্যাডেই ভিস্যুয়ালি পড়ানো যাবে হাড়ের গঠন। থ্রিডি মডেলের সাহায্যে শেখানো যাবে মানব শরীরের অন্দরের গঠন। আইপড প্রো-তে রয়েছে ৪টি স্পিকার অডিও, সিলভার, গ্রে রঙে মিলবে এই আইপ্যাড। দাম শুরু ৭৯৯ ডলার থেকে। তবে সবার আগে আত্মপ্রকাশ করেছে নতুন অ্যাপেল ওয়াচ। ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখবে এই ঘড়ি। হাতে পড়লেই মাপতে শুরু করে দেবে হৃদস্পন্দন ও রক্ত সঞ্চালনের গতি। ফেসবুক ও মেসেঞ্জারের মত অ্যাপস সাপোর্ট করবে আইওয়াচে। সেপ্টেম্বর ১৬ থেকে মিলবে স্টোরে। এ অনুষ্ঠানে ঘোষিত হল Apple TV -র নতুন ভার্সন। নতুন অ্যাপেল টিভির বৈশিষ্টই হল অ্যাপসের সহজলভ্যতা। অনুষ্ঠানে আমন্ত্রিতদের আপ্যায়নেও ত্রুটি রাখেনি অ্যাপেল। মিষ্টি, ফল-সহযোগে অতিথিদের বরণ করা হয়েছে। অভ্যর্থনা জানান অ্যাপেল কণর্ধার টিম কুক। প্রতিবারের মত এবারও সংস্থার পক্ষ থেকে তাদের নতুন প্রোডাক্ট নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।
Post Top Ad
Your Ad Spot
Thursday, September 10, 2015
এল অ্যাপলের বড় টিভি ও বড় আকারের আইপ্যাড
Tags
Technology#
Share This
About Rubix Zone
Technology
Labels:
Technology
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Hello, My name is Md Ovick. I'm a 20 year old self-employed from the Bangladesh.
No comments:
Post a Comment