নববধূর জন্মদিনে সেরা উপহার দিলেন পরিচালক বিকাশ বহেল। কিছুদিন আগেই বিয়ে করে টিনসেলে এসেছেন মীরা। বিয়ের পর প্রথম জন্মদিন তাঁর বিটাউনে। আর এই দিনটা স্মরণীয় করে রাখতে নির্দেশক বিকাশ মীরাকে দিলেন একটি সিডি। না যে সে সিডি নয়। এখানে রয়েছে শাহিদ-আলিয়ার আপকামিং সিনেমা ‘শানদার’। অন্য কেউ দেখার আগেই মীরাকে ‘শানদার’ ছবিটি দেখালেন পরিচালক।
এইদিন ইনস্টাগ্রামে শাহিদ খবর দিয়েছিলেন মীরার জন্মদিনের। ‘বেবি ওয়াইফ’ কে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন একটি বিয়ের ছবি। দিল্লিবাসী মারী রাজপুতকে বিয়ে করছেন শাহিদ। মীরা বা তার পরিবারের কেউ সিনেমার সঙ্গে যুক্ত নয়। একটি ধর্মীয় সংস্থার সূত্রে মীরার সঙ্গে যোগাযোগ শাহিদের? তারপর প্রেম। সে প্রেম গড়িয়েছে বিয়ের সানাইয়ে।
তবে ইতিমধ্যে গ্ল্যাম-দুনিয়ায় এন্ট্রি নিয়ে ফেলেছেন মীরা। ২০১৫-এর ল্যাকমে ফ্যাশন উইকে মাসাবার পোশাকে হাবি শাহিদের সঙ্গে র্যাম্প মাতিয়েছেন টিনসেলের নববধূ।
এইদিন ইনস্টাগ্রামে শাহিদ খবর দিয়েছিলেন মীরার জন্মদিনের। ‘বেবি ওয়াইফ’ কে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন একটি বিয়ের ছবি। দিল্লিবাসী মারী রাজপুতকে বিয়ে করছেন শাহিদ। মীরা বা তার পরিবারের কেউ সিনেমার সঙ্গে যুক্ত নয়। একটি ধর্মীয় সংস্থার সূত্রে মীরার সঙ্গে যোগাযোগ শাহিদের? তারপর প্রেম। সে প্রেম গড়িয়েছে বিয়ের সানাইয়ে।
তবে ইতিমধ্যে গ্ল্যাম-দুনিয়ায় এন্ট্রি নিয়ে ফেলেছেন মীরা। ২০১৫-এর ল্যাকমে ফ্যাশন উইকে মাসাবার পোশাকে হাবি শাহিদের সঙ্গে র্যাম্প মাতিয়েছেন টিনসেলের নববধূ।
No comments:
Post a Comment