ফ্ল্যাশ ড্রাইভ আমাদের প্রযুক্তি নির্ভর জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। তবে এদের সুবিধা ভোগ করতে পারবেন না যদি তা কাছে না থাকে। এখানে যে ফ্ল্যাশ ড্রাইভটির কথা বলা হচ্ছে তা পৃথিবীর সবচেয়ে সহজে বহনযোগ্য বলে বিবেচিত হতে পারে।
গিগস ২ গো ফ্ল্যাশ ড্রাইভ দেখলে মনে হবে কাগজের ট্যাবলেট। চারটি গিগস ২ গো ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে যেন একটি ক্রেডিট কার্ড বানানো হয়েছে। এটি খুব সহজে বহন করা যায়। হঠাৎ কোনো তথ্য পুরে নিতে বা বিজনেস প্রেজেন্টেশনে এর তুলনা হয় না।
প্রতিটি গিগস ২ গো কার্ডে রয়েছে চারটি ইউএসবি ২.০ স্টিক। এগুলো ১, ৮ এবং ১৬ জিবি স্টোরেজ নিয়ে বাজারে পাওয়া যাবে। একটি ফ্ল্যাশ ড্রাইভ কার্ড থেকে ছিঁড়ে নিন এবং ইউএসবি পোর্টে ব্যবহার করুন। এর সংযোগ অংশটি সরাসরি ড্রাইভারের কার্ড স্টক কেসিংয়ে প্রবেশ করবে।
তবে এর কিছু ব্যবহারিক অসুবিধার কথা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। একটি খুলে নেওয়ার পর এর সামনের অংশটি খোলা হয়ে থাকবে। এর জন্যে কোনো ক্যাপের ব্যবস্থা নেই। অনেকেই মনে করেন, এগুলো সহজে ভেঙে যাবে। কিন্তু মোটেও তা নয়। অবশ্য এগুলো ভেঙে যাওয়ার চেয়ে হারিয়েই যায় বেশি।
এ ছাড়া কম তথ্য এবং ব্যস্ততার মাঝে এর ব্যবহারে জুড়ি নেই। একে সহজেই ওয়ালেটের মধ্যে পুরে রাখা যাবে। বাড়ি ও অফিসের কাজে খুবই আরামদায়ক। একে নিঃসন্দেহে সবচেয়ে সহজে বহনযোগ্য ফ্ল্যাশ ড্রাইভ বলে মেনে নিয়েছেন বিশেষজ্ঞরা।
গিগস ২ গো ফ্ল্যাশ ড্রাইভ দেখলে মনে হবে কাগজের ট্যাবলেট। চারটি গিগস ২ গো ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে যেন একটি ক্রেডিট কার্ড বানানো হয়েছে। এটি খুব সহজে বহন করা যায়। হঠাৎ কোনো তথ্য পুরে নিতে বা বিজনেস প্রেজেন্টেশনে এর তুলনা হয় না।
প্রতিটি গিগস ২ গো কার্ডে রয়েছে চারটি ইউএসবি ২.০ স্টিক। এগুলো ১, ৮ এবং ১৬ জিবি স্টোরেজ নিয়ে বাজারে পাওয়া যাবে। একটি ফ্ল্যাশ ড্রাইভ কার্ড থেকে ছিঁড়ে নিন এবং ইউএসবি পোর্টে ব্যবহার করুন। এর সংযোগ অংশটি সরাসরি ড্রাইভারের কার্ড স্টক কেসিংয়ে প্রবেশ করবে।
তবে এর কিছু ব্যবহারিক অসুবিধার কথা তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। একটি খুলে নেওয়ার পর এর সামনের অংশটি খোলা হয়ে থাকবে। এর জন্যে কোনো ক্যাপের ব্যবস্থা নেই। অনেকেই মনে করেন, এগুলো সহজে ভেঙে যাবে। কিন্তু মোটেও তা নয়। অবশ্য এগুলো ভেঙে যাওয়ার চেয়ে হারিয়েই যায় বেশি।
এ ছাড়া কম তথ্য এবং ব্যস্ততার মাঝে এর ব্যবহারে জুড়ি নেই। একে সহজেই ওয়ালেটের মধ্যে পুরে রাখা যাবে। বাড়ি ও অফিসের কাজে খুবই আরামদায়ক। একে নিঃসন্দেহে সবচেয়ে সহজে বহনযোগ্য ফ্ল্যাশ ড্রাইভ বলে মেনে নিয়েছেন বিশেষজ্ঞরা।
No comments:
Post a Comment