চারটি গোল করেছেন নেইমার। বার্সেলোনার হয়ে এই প্রথম এক ম্যাচে তার কাছ থেকে এলো চার গোল। আর নেইমারের গোল উৎসবের এই খেলাকে বার্সা কোচ লুই এনরিক এক কথায় বলছেন "শাসরুদ্ধকর"।
শনিবার স্প্যানিশ লিগের খেলায় রায়ো ভালকানোর বিপক্ষে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সার ৫ গোলের ৪টি এসেছে নেইমারের কাছ থেকে। দুটি গোল করেছেন পেনাল্টি থেকে। লুই সুয়ারেসের গোলে অ্যাসিস্টও করেছেন। লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সার জন্য এটি বড় পাওয়া।
আর ম্যাচের পর বার্সা কোচ এনরিক বলেছেন, "নেইমার ছিল বিদ্যুৎ চমকের মতো। তাকে সামলানোর সময় ডিফেন্ডারদের সামনে দুটি অপশন থাকে। হয় তাকে গোল করতে দিতে হবে, নইলে পেনাল্টি দিতে হবে। এক শব্দে বলতে গেলে সে ছিল শাসরুদ্ধকর।"
বার্সেলোর হয়ে সেরা পারফরম্যান্সে নেইমারও আনন্দিত খুব। বলেছেন, "এই জয়ে এবং আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি আমি। রায়ো ভালো দল। তাদের বিপক্ষে লড়তে হয়েছে আমাদের।" নিজের পারফরম্যান্সের ব্যাপারে ব্রাজিলের এই ফুটবল বিস্ময় বলেছেন, "আমি কিভাবে করেছি বা কি করেছি তা ব্যাখ্যা করার মতো না। এসব আসলে অনেক প্র্যাকটিসের ফল।"
শনিবার স্প্যানিশ লিগের খেলায় রায়ো ভালকানোর বিপক্ষে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সার ৫ গোলের ৪টি এসেছে নেইমারের কাছ থেকে। দুটি গোল করেছেন পেনাল্টি থেকে। লুই সুয়ারেসের গোলে অ্যাসিস্টও করেছেন। লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সার জন্য এটি বড় পাওয়া।
আর ম্যাচের পর বার্সা কোচ এনরিক বলেছেন, "নেইমার ছিল বিদ্যুৎ চমকের মতো। তাকে সামলানোর সময় ডিফেন্ডারদের সামনে দুটি অপশন থাকে। হয় তাকে গোল করতে দিতে হবে, নইলে পেনাল্টি দিতে হবে। এক শব্দে বলতে গেলে সে ছিল শাসরুদ্ধকর।"
বার্সেলোর হয়ে সেরা পারফরম্যান্সে নেইমারও আনন্দিত খুব। বলেছেন, "এই জয়ে এবং আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি আমি। রায়ো ভালো দল। তাদের বিপক্ষে লড়তে হয়েছে আমাদের।" নিজের পারফরম্যান্সের ব্যাপারে ব্রাজিলের এই ফুটবল বিস্ময় বলেছেন, "আমি কিভাবে করেছি বা কি করেছি তা ব্যাখ্যা করার মতো না। এসব আসলে অনেক প্র্যাকটিসের ফল।"
No comments:
Post a Comment