সিলভেস্টারের সঙ্গে সালমান। ব্যাপারটা কেমন জমবে? ভাবতে পারছেন! সালমান খানের মাস্ল, সঙ্গে 'রকসলিড' স্ট্যালনের অ্যাকশন। ভারতীয় ছবিতে এক ইতিহাস রচিত হতে চলেছে খুব শিগগিরই। বি-টাউনে জোর গুঞ্জন, সালমান খানের আগামী ছবি 'সুলতান'-এ বলিউড ডেবিউ হতে চলেছে হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালনের।
টুইটারে স্ট্যালন ও সালমানের কথোপকথন থেকেই মালুম হচ্ছে, কিছু একটা হতে চলেছে। কয়েকদিন আগেই সলমন খান স্ট্যালন সম্পর্কে টুইটারে লেখেন, 'যদি বিদেশের কাউকে ফলো করতেই হয়, তাহলে এঁকে ফলো করো। আপনাদের হিরোর হিরো, সিলভেস্টার স্ট্যালন।' সালমানের এই টুইটের জবাবে স্ট্যালন লেখেন, 'সলমন, তোমার এই বিপুল সংখ্যক ভক্তে আমি মুগ্ধ। একটি দুর্দান্ত অ্যাকশন ছবির সাফল্য এই ভক্তদের জন্যই সম্ভব হবে।'
দুই সুপারস্টারের কথাবার্তায় একটি বিষয় স্পষ্ট, সলমনের আগামী ছবিতেই দেখা যাবে স্ট্যালনকে। সূত্রের খবর, স্ট্যালন ওই ছবিতে সালমানের ট্রেনারের ভূমিকায় অভিনয় করবেন। যদিও বলি-দুনিয়ায় একাংশের দাবি, 'সুলতান' নয়, স্ট্যালন ও সালমানকে দেখা যাবে 'EXPENDABLES' নামে একটি ছবিতে।
টুইটারে স্ট্যালন ও সালমানের কথোপকথন থেকেই মালুম হচ্ছে, কিছু একটা হতে চলেছে। কয়েকদিন আগেই সলমন খান স্ট্যালন সম্পর্কে টুইটারে লেখেন, 'যদি বিদেশের কাউকে ফলো করতেই হয়, তাহলে এঁকে ফলো করো। আপনাদের হিরোর হিরো, সিলভেস্টার স্ট্যালন।' সালমানের এই টুইটের জবাবে স্ট্যালন লেখেন, 'সলমন, তোমার এই বিপুল সংখ্যক ভক্তে আমি মুগ্ধ। একটি দুর্দান্ত অ্যাকশন ছবির সাফল্য এই ভক্তদের জন্যই সম্ভব হবে।'
দুই সুপারস্টারের কথাবার্তায় একটি বিষয় স্পষ্ট, সলমনের আগামী ছবিতেই দেখা যাবে স্ট্যালনকে। সূত্রের খবর, স্ট্যালন ওই ছবিতে সালমানের ট্রেনারের ভূমিকায় অভিনয় করবেন। যদিও বলি-দুনিয়ায় একাংশের দাবি, 'সুলতান' নয়, স্ট্যালন ও সালমানকে দেখা যাবে 'EXPENDABLES' নামে একটি ছবিতে।
No comments:
Post a Comment