ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। রাজকোটে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৭০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৫২ রানে থেমেছে ভারতের ইনিংস।
কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষের সামনে ২৭১ রানের বড় লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। ১১৮ বলে ১১ চার ও এক ছক্কার মারে ১০৩ রান করেছেন তিনি। এ ছাড়াও ফাফ ডু প্লেসিস করেছেন ৬০ রান। ভারতের মোহিত শর্মা ২টি উইকেট শিকার করেছেন।
জবাবে মোহিত শর্মা ও বিরাট কোহলির জোড়া হাফসেঞ্চুরি সত্বেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। রোহিত ৬৫ ও কোহলি ৭৭ রান করেছেন। এ ছাড়াও ৪৭ রান করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মরনে মরকেল ৩৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।
No comments:
Post a Comment