একের পর এক অফার যুক্ত হচ্ছে ফেসবুকে। এরই ধারাবাহিকতায় নতুন একটি অ্যাপ যোগ করছে সোশাল মিডিয়া জায়ান্ট। রিয়েল-টাইম নিউজ অ্যাপ 'নোটিফাই' পেতে চলেছেন ব্যবহারকারীরা।
'নোটিফাই'-এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থায় সাবস্ক্রাইব করতে পারবেন। ফেসবুকে রয়েছে গোটা বিশ্বের নামকরা সব সংবাদ সংস্থার 'স্টেশনস'। যে যে সংস্থায় সাবস্ক্রাইব করবেন, তারা নতুন কোনো খবর প্রকাশমাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
ফেসবুকের মাধ্যমে খবর পাওয়ার ক্ষেত্রে আরো একধাপ এগোতে চায় সোশাল মিডিয়া জায়ান্ট। 'নোটিফাই' ছাড়াও তাদের আছে 'ইনস্ট্যান্ট আর্টিকেলস' ব্যবস্থা। এর মাধ্যমে যেকোনো খবর বা নিবন্ধ দ্রুত প্রকাশ পায়।
ফেসবুকের 'নোটিফাই' টুইটারের বড় ধরনের প্রতিযোগী হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। কারণ বর্তমানে ব্রেকিং নিউজের ক্ষেত্রে সোশাল মিডিয়ায় শীর্ষে রয়েছে টুইটার। কিছু দিন আগেই টুইটার 'মোমেন্টস' নামের নতুন একটি ফিচার খুলেছে। নোটিফিকেশনের পরেই নতুন একটি ট্যাবে রয়েছে এটি। এর দ্বারা ব্যবহারকারীরা প্রযুক্তি, বিনোদন বা ক্রীড়া বিভাগ অনুযায়ী টুইটগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারবেন।
বর্তমানে অসংখ্য মিডিয়া হাউজ রয়েছে যাদের নিজস্ব অ্যাপ নেই। তারা সাধারণত খবর প্রকাশে সোশাল মিডিয়াগুলোর ওপরই নির্ভর করে। ফেসবুক মিডিয়া হাউজগুলোর বর্তমান অ্যাপগুলো সঙ্গে সামঞ্জস্য করবে। এদের খবরগুলো প্রকাশ পাওয়ামাত্র চলে আসবে আপনার ফেসবুক নোটিফিকেশনে।
'নোটিফাই'-এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থায় সাবস্ক্রাইব করতে পারবেন। ফেসবুকে রয়েছে গোটা বিশ্বের নামকরা সব সংবাদ সংস্থার 'স্টেশনস'। যে যে সংস্থায় সাবস্ক্রাইব করবেন, তারা নতুন কোনো খবর প্রকাশমাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
ফেসবুকের মাধ্যমে খবর পাওয়ার ক্ষেত্রে আরো একধাপ এগোতে চায় সোশাল মিডিয়া জায়ান্ট। 'নোটিফাই' ছাড়াও তাদের আছে 'ইনস্ট্যান্ট আর্টিকেলস' ব্যবস্থা। এর মাধ্যমে যেকোনো খবর বা নিবন্ধ দ্রুত প্রকাশ পায়।
ফেসবুকের 'নোটিফাই' টুইটারের বড় ধরনের প্রতিযোগী হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। কারণ বর্তমানে ব্রেকিং নিউজের ক্ষেত্রে সোশাল মিডিয়ায় শীর্ষে রয়েছে টুইটার। কিছু দিন আগেই টুইটার 'মোমেন্টস' নামের নতুন একটি ফিচার খুলেছে। নোটিফিকেশনের পরেই নতুন একটি ট্যাবে রয়েছে এটি। এর দ্বারা ব্যবহারকারীরা প্রযুক্তি, বিনোদন বা ক্রীড়া বিভাগ অনুযায়ী টুইটগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখতে পারবেন।
বর্তমানে অসংখ্য মিডিয়া হাউজ রয়েছে যাদের নিজস্ব অ্যাপ নেই। তারা সাধারণত খবর প্রকাশে সোশাল মিডিয়াগুলোর ওপরই নির্ভর করে। ফেসবুক মিডিয়া হাউজগুলোর বর্তমান অ্যাপগুলো সঙ্গে সামঞ্জস্য করবে। এদের খবরগুলো প্রকাশ পাওয়ামাত্র চলে আসবে আপনার ফেসবুক নোটিফিকেশনে।
No comments:
Post a Comment