ভিডিও দেখা এবং আপলোডিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব শিগগিরই পে-সাইটে পরিণত হতে যাচ্ছে! অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখতে হলে এখন থেকে টাকা দিতে হবে। এটুকু পড়ে হতাশ হবার কিছু নেই, কারণ সকল কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে টাকা গুনতে হবে না। শুধু যারা গুগলের সাবস্ক্রিপশন সার্ভিসের সুবিধা গ্রহণ করে ভিডিও পোস্ট করবে শুধু তাদের জন্য এই টাকা-পয়সার বিষয়।
এই নতুন সার্ভিসে প্রতিমাসে একটি ইউটিউব বান্ডলের জন্য ১০ ডলার করে পরিশোধ করতে হতে পারে বলে মিডিয়া হাউজগুলিকে জানিয়েছে ইউটিউব। সূত্রমতে ইউটিউব ইতিমধ্যেই তাদের নতুন সাবস্ক্রিপশন সার্ভিস গ্রহীতাদের জন্য আপকামিং পেইড প্রোগ্রামটি নিয়ে কাজ শুরু করেছে। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। তবে ইউটিউব তাদের অ্যাড সাপোর্টেড ফ্রি ভার্সনটি কোনোমতেই বন্ধ করবে না। এটা ফ্রি ই থাকবে। ফ্রি ভার্সনের ভিডিওগুলি দেখতে চাইলে আপনাকে প্রশ্ন করা হবে আপনি পেইড ভার্সনে যেতে ইচ্ছুক কিনা? বাকিটা আপনার ইচ্ছা।
এই নতুন সার্ভিসে প্রতিমাসে একটি ইউটিউব বান্ডলের জন্য ১০ ডলার করে পরিশোধ করতে হতে পারে বলে মিডিয়া হাউজগুলিকে জানিয়েছে ইউটিউব। সূত্রমতে ইউটিউব ইতিমধ্যেই তাদের নতুন সাবস্ক্রিপশন সার্ভিস গ্রহীতাদের জন্য আপকামিং পেইড প্রোগ্রামটি নিয়ে কাজ শুরু করেছে। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। তবে ইউটিউব তাদের অ্যাড সাপোর্টেড ফ্রি ভার্সনটি কোনোমতেই বন্ধ করবে না। এটা ফ্রি ই থাকবে। ফ্রি ভার্সনের ভিডিওগুলি দেখতে চাইলে আপনাকে প্রশ্ন করা হবে আপনি পেইড ভার্সনে যেতে ইচ্ছুক কিনা? বাকিটা আপনার ইচ্ছা।
No comments:
Post a Comment