কাচকে আমরা ভঙ্গুর পদার্থ হিসেবেই জানি। কিন্তু জাপানি গবেষকরা এমন এক ধরনের কাচ উদ্ভাবন করেছেন, যা ইস্পাতের মতো মজবুত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
উদ্ভাবকরা দাবি করেছেন এ কাচ স্টিল বা ইস্পাতের মতো মজবুত। ভবিষ্যতে এক সময় এটি ব্যবহার করে মজবুত নিরাপদ জানালা বানানো সম্ভব হবে, যা বহিরাগতের হাত থেকে নিরাপদ থাকবে। এছাড়া গ্যাজেটের স্ক্রিনে এটি ব্যবহারে তা দীর্ঘস্থায়ীত্ব লাভ করবে বলে আশা করছেন নির্মাতারা।
এ মজবুত কাচের উদ্ভাবনকারী গবেষকদলের একজন অ্যাটসুনোবু মানসুনো। তিনি ইউনিভার্সিটি অব টোকিওর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি বলেন, ‘আমরা এ পদার্থটি বড় আকারে উৎপাদনের উপায় নিয়ে কাজ করছি।’
তিনি আরো জানান, এ পদ্ধতিতে আগামী পাঁচ বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে অক্সাইড গ্লাস অ্যালুমিনা মিশ্রিত করে তৈরি হয়। এটি একটি অ্যালুমিনিয়ামের অক্সাইড। গবেষকরা জানাচ্ছেন, বড় আকারে এটি মিশ্রণ করার জন্য জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়। এর কারণ ক্রিস্টালাইজেশনের কারণে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
মজবুত কাচ উদ্ভাবনের সম্পূর্ণ বিষয়টি লিপিবদ্ধ হয়েছে গত মাসের সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে।
উদ্ভাবকরা দাবি করেছেন এ কাচ স্টিল বা ইস্পাতের মতো মজবুত। ভবিষ্যতে এক সময় এটি ব্যবহার করে মজবুত নিরাপদ জানালা বানানো সম্ভব হবে, যা বহিরাগতের হাত থেকে নিরাপদ থাকবে। এছাড়া গ্যাজেটের স্ক্রিনে এটি ব্যবহারে তা দীর্ঘস্থায়ীত্ব লাভ করবে বলে আশা করছেন নির্মাতারা।
এ মজবুত কাচের উদ্ভাবনকারী গবেষকদলের একজন অ্যাটসুনোবু মানসুনো। তিনি ইউনিভার্সিটি অব টোকিওর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তিনি বলেন, ‘আমরা এ পদার্থটি বড় আকারে উৎপাদনের উপায় নিয়ে কাজ করছি।’
তিনি আরো জানান, এ পদ্ধতিতে আগামী পাঁচ বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে অক্সাইড গ্লাস অ্যালুমিনা মিশ্রিত করে তৈরি হয়। এটি একটি অ্যালুমিনিয়ামের অক্সাইড। গবেষকরা জানাচ্ছেন, বড় আকারে এটি মিশ্রণ করার জন্য জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়। এর কারণ ক্রিস্টালাইজেশনের কারণে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
মজবুত কাচ উদ্ভাবনের সম্পূর্ণ বিষয়টি লিপিবদ্ধ হয়েছে গত মাসের সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে।
No comments:
Post a Comment