দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সালমান খানের 'প্রেম রতন ধন পায়ো' ও শাহরুখ খানের 'দিলওয়ালে'র ট্রেলার। সেই সুবাদে এবার একে অপরের ছবির প্রচারে মাতলেন বলিউডের দুই খান। সালমানের 'প্রেম রতন ধন পায়ো'র গানের সঙ্গে পা মেলালেন শাহরুখ, বরুণ ধাওয়ান, কৃতি সানোন, বরুণ শর্মা। আবার কিং খানের জনপ্রিয় ছবি 'ডিডিএলজে'র 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম'-এর গানের তালে নাচলেন সালমানসহ 'প্রেম রতন ধন পায়ো'র টিম। এই অসাধারণ নাচের ক্লিপিংস-এর ভিডিও খুব অল্প সময়ের ব্যবধানে দুই খানই পোস্ট করেছেন নিজেদের টুইটার পেজে। সালমান তাঁর প্রকাশিত ভিডিওটিতে ক্যাপশন দেন- 'প্রেম দিলওয়ালা তো রাজ দিলওয়ালে'।
আবার শাহরুখ তাঁর পোস্টটির ক্যাপশনে লেখেন 'টিম দিলওয়ালে গ্রুভস টু পিআরডিপি (প্রেম রতন ধন পায়ো) ওনলি ফর প্রেম উইথ প্রেম'। ১২ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাবে সালমান অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবি। এবং আগামী ১৮ ডিসেম্বর শাহরুখ-কাজল জুটির ম্যাজিক নিয়ে পর্দায় মুক্তি পেতে চলেছে 'দিলওয়ালে'।
আবার শাহরুখ তাঁর পোস্টটির ক্যাপশনে লেখেন 'টিম দিলওয়ালে গ্রুভস টু পিআরডিপি (প্রেম রতন ধন পায়ো) ওনলি ফর প্রেম উইথ প্রেম'। ১২ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাবে সালমান অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবি। এবং আগামী ১৮ ডিসেম্বর শাহরুখ-কাজল জুটির ম্যাজিক নিয়ে পর্দায় মুক্তি পেতে চলেছে 'দিলওয়ালে'।
No comments:
Post a Comment