আবারো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার ইচ্ছা প্রকাশ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের সাথে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। তাই তার আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপায় নেই। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আলাদা একটি মোহ আছে পর্তুগিজ এই ফুটবল তারকার।
এখনো অবশ্য রোনালদো খবর হন ইউরোপেরই অন্য কোনো দলে খেলার। ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ আছে। প্যারিস সেন্ত জার্মেই তাকে নিতে চায়। বড় টাকা খরচ করতে আগ্রহী তারা। তাই ক্যারিয়ারের কোন পর্যায়ে যুক্তরাষ্ট্রে যাবেন রোনালদো, তা নিশ্চিত নয়।
তবে রোনালদো বলেছেন, "দেশটি (যুক্তরাষ্ট্র) অনেক সুন্দর। সুন্দর সে দেশের খেলা নিয়ে মানুষের ভাবনা ও কন্ডিশন। ফুটবলের উন্নতির জন্য ভালো চেষ্টা করে যাচ্ছে তারা। আরো অনেক কিছু করার আছে। আমিও সহায়তা করতে চাই।" এর সাথে রোনালদো যোগ করেন, "আমি একদিন ওখানে খেলতে চাই।"
রোনালদো একবার বলেছিলেন, ক্যারিয়ার শেষ করে মেজর লিগ সকারে খেলার ইচ্ছা নেই তার। আরো আগেই যেতে চান সেখানে। কিন্তু তার এজেন্ট হোর্গে মেন্দেস সম্প্রতি জোর দিয়ে বলেছেন, তার ক্লায়েন্ট রিয়ালেই ক্যারিয়ার শেষ করবেন। এরপর মেজর লিগ সকারে যাবেন। রিয়াল মাদ্রিদ থেকে সাবেক গ্রেট ডেভিড বেকহাম খেলতে যান যুক্তরাষ্ট্রে। রিয়ালের আরেক সাবেক খেলোয়াড় কাকা এখন খেলছেন যুক্তরাষ্ট্রে।
এখনো অবশ্য রোনালদো খবর হন ইউরোপেরই অন্য কোনো দলে খেলার। ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ আছে। প্যারিস সেন্ত জার্মেই তাকে নিতে চায়। বড় টাকা খরচ করতে আগ্রহী তারা। তাই ক্যারিয়ারের কোন পর্যায়ে যুক্তরাষ্ট্রে যাবেন রোনালদো, তা নিশ্চিত নয়।
তবে রোনালদো বলেছেন, "দেশটি (যুক্তরাষ্ট্র) অনেক সুন্দর। সুন্দর সে দেশের খেলা নিয়ে মানুষের ভাবনা ও কন্ডিশন। ফুটবলের উন্নতির জন্য ভালো চেষ্টা করে যাচ্ছে তারা। আরো অনেক কিছু করার আছে। আমিও সহায়তা করতে চাই।" এর সাথে রোনালদো যোগ করেন, "আমি একদিন ওখানে খেলতে চাই।"
রোনালদো একবার বলেছিলেন, ক্যারিয়ার শেষ করে মেজর লিগ সকারে খেলার ইচ্ছা নেই তার। আরো আগেই যেতে চান সেখানে। কিন্তু তার এজেন্ট হোর্গে মেন্দেস সম্প্রতি জোর দিয়ে বলেছেন, তার ক্লায়েন্ট রিয়ালেই ক্যারিয়ার শেষ করবেন। এরপর মেজর লিগ সকারে যাবেন। রিয়াল মাদ্রিদ থেকে সাবেক গ্রেট ডেভিড বেকহাম খেলতে যান যুক্তরাষ্ট্রে। রিয়ালের আরেক সাবেক খেলোয়াড় কাকা এখন খেলছেন যুক্তরাষ্ট্রে।
No comments:
Post a Comment